কুষ্টিয়ায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
একই সঙ্গে তাকে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম আসামির উপস্থিতিতে সোমবার দুপুরে এ রায় দেন।
নিউজবাংলাকে আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত গিয়াস উদ্দিনের বাড়ি ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের পাটিয়াকান্দি গ্রামে।
মামলার বিবরণে জানা যায়, পারিবারিক কলহের জেরে ২০১৩ সালের ১৭ অক্টোবর রাতে স্ত্রী আমেনা খাতুনকে শ্বাসরোধে হত্যা করেন গিয়াস উদ্দিন। ওই দিনই গিয়াসকে আটক করে পুলিশে দেয় এলাকাবাসী।
এ ঘটনায় পরদিন ১৮ অক্টোবর নিহত আমেনার ভাই লিটন শেখ ভেড়ামারা থানায় একটি হত্যা মামলা করেন। মামলার তদন্ত শেষে ২০১৫ সালের ৯ সেপ্টেম্বর আসামির বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দেন তদন্তকারী কর্মকর্তা।
মামলায় আটজনের সাক্ষ্যগ্রহণ শেষে ৩ জানুয়ারি রায় ঘোষণার দিন ধার্য করা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় গিয়াস উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত।
পিপি অনুপ কুমার নন্দী বলেন, ‘রায় ঘোষণার পর পরই দণ্ডপ্রাপ্তকে পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়।’