মানিকগঞ্জের দৌলতপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর দুটি নির্বাচনি অফিস ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
দৌলতপুর উপজেলার ধামশ্বর ইউনিয়নের কাকনা বাজার ও নিরালী এলাকায় রোববার গভীর রাতে এ ঘটনা ঘটে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরুল হাসান নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আগামী ৫ জানুয়ারি ইউপি নির্বাচনের পঞ্চম ধাপে ধামশ্বর ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ইদ্রিস আলী।
তিনি নিউজবাংলাকে জানান, কাকনা বাজার ও নিরালী এলাকায় নির্বাচনি প্রচার শেষে রোববার রাত সাড়ে ১২টার দিকে তার কর্মী-সমর্থকরা বাড়ি ফিরে যান। এরপর রাত ৩টার দিকে কর্মীরা তাকে ফোন করে ভাঙচুরের বিষয়টি জানান।
ইদ্রিস বলেন, ‘রাতেই আমি ইউএনও এবং ওসিকে বিষয়টি জানিয়েছি। কে বা কারা আমার নির্বাচনি অফিস ভাঙচুর করেছে তা নিশ্চিত করে বলতে পারছি না। তবে ধারণা করছি, আমার বিপক্ষের চেয়ারম্যান প্রার্থীর লোকজন এই ঘটনা ঘটিয়েছে।’
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নৌকা প্রতীকের কর্মী ও স্থানীয় কিছু লোক উত্তেজিত হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ইউএনও ইমরুল হাসান বলেন, ‘আমি দুই জায়গাতেই গিয়েছিলাম। কারা এই ঘটনা ঘটিয়েছে তা শনাক্ত করতে কাজ করা হচ্ছে।’