নতুন বছরের শুরুতেই পিতৃভূমিতে যাচ্ছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সব কিছু ঠিক থাকলে আর মাত্র সাত দিন পর ১০ জানুয়ারি টুঙ্গিপাড়া সফর করবেন তিনি।
ওই দিন সেখানে উদ্বোধন করা হবে ‘টুঙ্গিপাড়া: হৃদয়ে পিতৃভূমি’ শীর্ষক এক কর্মসূচি।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে এরই মধ্যে শুরু হয়েছে প্রস্তুতি। জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সোমবার সকাল সাড়ে ১০টায় সভা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার খলিলুর রহমান।
জেলা প্রশাসক শাহিদা সুলতানার সভাপতিত্বে সভায় জেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী এমদাদুল হক, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খানসহ জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক শাহিদা সুলতানা নিউজবাংলাকে বলেন, ‘সভায় প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। বঙ্গবন্ধুর কন্যার সফর ঘিরে আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি।’
আয়োজকরা জানান, ওই কর্মসূচির আওতায় ১১ ও ১২ তারিখ বঙ্গবন্ধু সমাধি কমপ্লেক্সে হবে আলোচনাসভা। এ ছাড়া ১৩-১৯ জানুয়ারি পর্যন্ত সাত দিন আন্তর্জাতিক লোকজ মেলা হবে শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজ চত্বরে। মেলায় শতাধিক স্টলে প্রদর্শিত হবে নানা লোকজ অনুষঙ্গ।
১০ তারিখেই ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে ভার্চুয়ালি এই মেলার উদ্বোধন করবেন তিনি।