সারা দেশের সার্বিক তাপমাত্রা রোববারের চেয়ে সোমবার কমেছে জানিয়ে আবহাওয়া অধিদপ্তর বলেছে, মঙ্গলবার পারদ আরও নিচে নামতে পারে।
রাষ্ট্রীয় সংস্থাটির ভাষ্য, আগামী দুই-তিন দিনের মধ্যে উত্তরাঞ্চলীয় জেলা রংপুর, রাজশাহী ও দক্ষিণ-পশ্চিমের খুলনায় মৃদু শৈত্যপ্রবাহ বইতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক নিউজবাংলাকে জানান, গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯.১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। আজ নওগাঁর বদলগাছীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস ধারণ করা হয়।
এ আবহাওয়াবিদ জানান, সর্বনিম্ন তাপমাত্রার এ তারতম্য থাকলেও সোমবার সারা দেশে সার্বিক তাপমাত্রা কমেছে। এটি আরও কমে দুই-তিনের মধ্যে শুরু হতে পারে শৈত্যপ্রবাহ।
আকাশের অবস্থা নিয়ে নাজমুল হক বলেন, আপাতত কয়েক দিন বৃষ্টিপাতের লক্ষণ দেখা যাচ্ছে না।
২৪ ঘণ্টার পূর্বাভাস
আবহাওয়া অধিদপ্তরের সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, উপমহাদেশীয় উচ্চ তাপবলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
পূর্বাভাসে উল্লেখ করা হয়, অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও নদী অববাহিকার কোথাও কোথাও মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দেশের অন্য এলাকাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
এতে আরও বলা হয়, সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।