বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চাঁদপুর শহর রক্ষা বাঁধে হঠাৎ ধস

  •    
  • ৩ জানুয়ারি, ২০২২ ০০:১৭

স্থানীয় শাহ আলাম মল্লিক জানান, রোববার ভোরে এক নারী নদীর তীরে গেলে হঠাৎ তার নজরে ব্লক ধসের ঘটনা চোখে পড়ে। এ সময় তিনি আতঙ্কিত হয়ে অন্যদের বিষয়টি জানান।

চাঁদপুরে শহর রক্ষা বাঁধ ধসে আংশিক তলিয়ে গেছে নদীতে।

রোববার ভোরে শহরের বড় স্টেশন টিলাবাড়ি এলাকায় বাঁধের প্রায় ৫৫ মিটার দৈর্ঘ্য ও ২৫ মিটার প্রস্থের অংশ তলিয়ে যায়। হঠাৎ করে বাঁধ ধসের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মাঝে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার, পৌর মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, প্যানেল মেয়র ও স্থানীয় কাউন্সিলর ফরিদা ইলিয়াস, জেলা আওয়ামী লীগের সহসভাপতি তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

স্থানীয় শাহ আলম মল্লিক জানান, রোববার ভোরে এক নারী নদীর তীরে গেলে হঠাৎ তার নজরে ব্লক ধসের ঘটনা চোখে পড়ে। এ সময় তিনি আতঙ্কিত হয়ে অন্যদের বিষয়টি জানান। পরে এলাকাবাসী দ্রুত পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের ভাঙনের খবরটি দেন।

জহির হোসেন নামের আরেক স্থানীয় বাসিন্দা বলেন, ‘শহর রক্ষা বাঁধের আশপাশে প্রায় পাঁচ হাজার লোকের বসতি। বাঁধ ভেঙে গেলে আমরা গৃহহারা হব।’

ক্ষতিগ্রস্ত বাঁধ দ্রুত মেরামতের জন্য কর্তৃক্ষের কাছে দাবি জানান তিনি।

পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার বলেন, ‘খবর পেয়েই আমি ঘটনাস্থলে আসি। ভাঙনকবলিত এলাকায় ইতিমধ্যেই জরিপ করা হয়েছে। জানানো হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও। বাঁধের প্রায় ৫৫ মিটার এলাকায় নিচের কিছু ব্লক ধসে গেছে। তবে এটি তেমন ঝুঁকির কারণ নয়। আমরা মেরামতের কাজ শুরু করে দিয়েছি।’

তিনি আশা প্রকাশ করেন সোমবার থেকেই জিও ব্যাগ ও সিসি ব্লক ডাম্পিং শুরু করা যাবে।

এ ছাড়া বাঁধ ধসের কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি। বলেছেন, ‘তবে নদী উত্তাল না থাকায় আপাতত ভয়ের কোনো কারণ নেই। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।’

এ বিভাগের আরো খবর