সাত দিন পিছিয়ে ১৮ জানুয়ারি শুরু হচ্ছে ডিসি সম্মেলন। সম্মেলনের তারিখ চূড়ান্ত করে রোববার মন্ত্রিপরিষদ সচিবকে চিঠি দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
আগের সিদ্ধান্ত অনুযায়ী ডিসি সম্মেলন শুরু হওয়ার কথা ছিল ১১ জানুয়ারি। নতুন সূচি অনুযায়ী এই সম্মেলন ১৮ জানুয়ারি শুরু হয়ে চলবে ২০ জানুয়ারি পর্যন্ত।
মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, ১৮ জানুয়ারি সকাল ১০টায় ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান হবে। ডিসি ও বিভাগীয় কমিশনারসহ অন্য কর্মকর্তারা রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন।
সরকারের নীতিনির্ধারক ও জেলা প্রশাসকদের মধ্যে মতবিনিময় এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়ার জন্য সাধারণত প্রতি বছর জুলাই মাসে ডিসি সম্মেলনের আয়োজন করা হয়। তবে করোনা সংক্রমণে সৃষ্ট পরিস্থিতির কারণে গত দু’বছর ডিসি সম্মেলন অনুষ্ঠিত হয়নি। সর্বশেষ ডিসি সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৯ সালের ১৪ জুলাই।
ডিসি সম্মেলনে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ডিসিদের কার্য-অধিবেশন ছাড়াও একটি উদ্বোধন অনুষ্ঠান, প্রধানমন্ত্রীর সঙ্গে মুক্ত আলোচনা, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং সমাপনী অনুষ্ঠান হতে পারে।
কার্য-অধিবেশনে মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধি হিসেবে মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সিনিয়র সচিব ও সচিবরা উপস্থিত থাকবেন। অধিবেশন অনুষ্ঠিত হবে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে। কার্য অধিবেশনগুলোতে সভাপতিত্ব করবেন মন্ত্রিপরিষদ সচিব।