বগুড়া সদরে স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা।
সদরের সেউজগাড়ি এলাকার ডাবতলা মোড়ে রোববার রাত পৌনে আটটার দিকে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধদের মধ্যে একজন হলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সহসম্পাদক নাজমুল হাসান অরেঞ্জ। আরেকজনের নাম মিনহাজ হোসেন আপেল। তিনি একই সংগঠনের স্থানীয় ওয়ার্ড কমিটির নেতা।
ঘটনাটি নিশ্চিত করেছেন সদর থানার পরিদর্শক (অপারেশন) মো. শাহিনুজ্জামান।
স্থানীয়দের বরাতে তিনি জানান, সন্ধ্যার দিকে নাজমুল ও মিনহাজ বন্ধুদের সঙ্গে ডাবতলা মোড়ে আড্ডা দিচ্ছিলেন। সে সময় দুটি মোটরসাইকেলে করে কয়েকজন এসে তাদেরকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়।
গুলিবিদ্ধদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের অবস্থা আশঙ্কজনক বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক মিলটন সাহা জানান, নাজমুলের চোখের দিকে আর মিনহাজের পেটে গুলি লেগেছে। নাজমুলকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানিয়েছেন, স্বেচ্ছাসেবক লীগের দুই গ্রুপের মধ্যে বিরোধের জেরে এই হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।