নতুন প্রজন্ম যাতে সঠিকভাবে গড়ে উঠতে পারে, সে জন্য রাজনীতিবিদদের অনুকরণীয় হওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
নির্বাচন কমিশন (ইসি) গঠনে চলমান সংলাপের অংশ হিসেবে বঙ্গভবনে রোববার সন্ধ্যায় গণফোরামের সঙ্গে আলোচনায় রাষ্ট্রপতি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতির আমন্ত্রণে বঙ্গভবনে সংলাপে অংশ নেয় গণফোরাম। তবে উপস্থিত ছিলেন না দলটির প্রতিষ্ঠাতা সভাপতি ড. কামাল হোসেন। দলের নির্বাহী সভাপতি মোকাব্বির খানের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নেয়।
বঙ্গভবনে তাদের স্বাগত জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি বলেন, ‘একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর মতামত নেয়াই এই আলোচনার লক্ষ্য।
‘রাজনীতিবিদদের অনুকরণীয় এমন কিছু করা দরকার, যা থেকে নতুন প্রজন্ম শিক্ষা নিয়ে নিজেদের গড়ে তুলতে পারে।’
আলোচনায় গণফোরামের প্রতিনিধি দল নিরপেক্ষ ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নসহ কয়েকটি প্রস্তাব রাখে। একই সঙ্গে তারা প্রত্যাশা ব্যক্ত করেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির চলমান এ সংলাপ একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।
রোববার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নেয় গণফোরাম প্রতিনিধি দল। ছবি: বঙ্গভবন
গণফোরামের সঙ্গে আলোচনা শেষে সংলাপে অংশ নেয় বিকল্পধারা। সন্ধ্যা ৭টায় দলের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনের দরবার হলে আলোচনায় অংশ নেয়।
নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নসহ তিন দফা সুপারিশ রাখে বিকল্পধারা। বিশিষ্ট নাগরিকদের সমন্বয়ে একটি সার্চ কমিটি গঠনেরও প্রস্তাব দিয়েছে দলটি।
রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।