বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড প্রযোজিত ‘পর্দার আড়ালে’ শিরোনামের ওয়েব ফিল্মে জুটি বাঁধলেন জনপ্রিয় দুই মুখ নুসরাত ফারিয়া ও ইয়াশ রোহান।
প্রযোজনা প্রতিষ্ঠান সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
রোববার আরটিভির নিজস্ব কার্যালয়ে ওয়েব ফিল্মটির চুক্তিবদ্ধ হওয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা ও বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পরিচালক সৈয়দ আশিক রহমান।
ওয়েব ফিল্মটি নির্মাণ করবেন মো. পারভেজ আমিন। গল্প লিখেছেন তিনি নিজেই। এর সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন তন্ময় মুক্তাদির। এতে নুসরাত ফারিয়া ও ইয়াশ রোহান ছাড়াও বিভিন্ন চরিত্রে আরও অনেকেই অভিনয় করবেন।
পরিচালক মো. পারভেজ আমিন বলেন, ‘ভিন্ন রকমের একটি গল্প নিয়ে আমরা হাজির হতে যাচ্ছি। আশা করি সবাই আমাদের জন্য ভালোবাসা রাখবেন।’
চিত্রনায়ক ইয়াশ রোহান বলেন, ‘গল্প নিয়ে এখনই কিছু বলতে চাই না। আপাতত সারপ্রাইজ হিসেবে রাখছি। দর্শক এখন ভালো মানের গল্প দেখতে চান, এখানে সেই স্বাদ পাবেন। এটুকু বলতে পারি, দর্শক হতাশ হবেন না।’
চিত্রনায়িকা নুসরাত ফারিয়া বলেন, ‘আলহামদুলিল্লাহ্, বছরের শুরুতেই এমন একটি কাজের সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগছে। টিমের সবাই মিলে দর্শকদের একটি ভালো কাজ উপহার দিতে চাই।’
চলতি মাস থেকেই ঢাকার বিভিন্ন মনোরম পরিবেশে ওয়েব ফিল্মটির দৃশ্যধারণ শুরু হবে।