লক্ষ্মীপুর সদরে কিশোরীকে ছয়মাস ধরে ধর্ষণের অভিযোগে প্রতিবেশীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সদর উপজেলার ভবানীগঞ্জ থেকে রোববার দুপুরে আবদুর রশিদ নামে ওই যুবককে আটক করা হয়। মেয়েটির খালা বিকালে সদর থানায় ধর্ষণের অভিযোগে মামলা করলে রশিদকে গ্রেপ্তার দেখানো হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বরাতে তিনি জানান, ওই কিশোরী বুদ্ধি প্রতিবন্ধী। তাকে প্রায় ছয় মাস ধরে ধর্ষণ করছিলেন রশিদ। আগেও বিষয়টি একবার জানাজানি হয়। তখন এলাকায় সালিশও হয়। সে সময় মেয়েটির ভাইকে হত্যার হুমকি দেন রশিদ। বিষয়টি মিমাংসা না হওয়ায় পুলিশে অভিযোগ জানায় পরিবার।
ওসি জসীম জানান, অভিযোগ পাওয়ার পরই রশিদকে গ্রেপ্তার করা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার জন্য মেয়েটিকে সদর হাসপাতাল পাঠানো হয়েছে।