বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অর্ধশত মামলার আসামি ‘মাদকসম্রাজ্ঞী’ গ্রেপ্তার

  •    
  • ২ জানুয়ারি, ২০২২ ১৮:৩৪

সদর থানা সূত্রে জানা গেছে, ৬০ বছরের শিপ্রার নামে অর্ধশতাধিক মাদক মামলা আছে। এলাকার কিশোর গ্যাং নিয়ন্ত্রণের অভিযোগ আছে তার বিরুদ্ধে। এলাকায় পরিচিতি পান মাদকসম্রাজ্ঞী হিসেবে।

চুয়াডাঙ্গা পৌর এলাকা থেকে একাধিক মাদক মামলার আসামি মা-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে ইয়াবা ও গাঁজা।

পৌর এলাকার বুদ্ধিমানপাড়ায় রোববার দুপুরে অভিযান চালিয়ে মাদকসম্রাজ্ঞী নামে পরিচিত শিপ্রা বেগম ও তার ছেলে শুকুর আলীকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান বিকেলে সংবাদ সম্মেলন করে এ খবর জানিয়েছেন।

সদর থানা সূত্রে জানা গেছে, ৬০ বছরের শিপ্রার নামে অর্ধশতাধিক মাদক মামলা আছে। এলাকার কিশোর গ্যাং নিয়ন্ত্রণের অভিযোগ আছে তার বিরুদ্ধে। এলাকায় পরিচিতি পান মাদকসম্রাজ্ঞী হিসেবে।

থানা পুলিশ জানায়, শতাধিকবার গ্রেপ্তার হন শিপ্রা। বিভিন্ন মেয়াদে সাজাও হয় চার মামলায়। জামিনে বের হয়ে প্রতিবারই মাদকের কারবার চালিয়ে গেছেন। তার স্বামী মো. বাবুলও ছিলেন একাধিক মাদক মামলার আসামি; তিনি মারা যান ২০১৫ সালে।

পুলিশ জানায়, শিপ্রার ছেলে শুকুর আলী পাঁচ মামলার আসামি। ২০১৫ সালে একটি মামলায় ৩২ বছরের সাজাও হয় তার।

সংবাদ সম্মেলনে ডিবি পুলিশ জানায়, শিপ্রার বাড়িতে অভিযান চালিয়ে তাকে ও তার ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। সেখানে তল্লাশি চালিয়ে ১ হাজার ২৪৫ পিস ইয়াবা, ৫০০ গ্রাম গাঁজা ও ৪২ হাজার ৪৬০ টাকা জব্দ করা হয়েছে।

এ বিভাগের আরো খবর