দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার অজুহাতে বিএনপি আবারও দেশে আগুন-সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায় বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।
তিনি বলেন, ‘দলটির সন্ত্রাসী কার্যক্রম বাড়ছে। বিভিন্ন স্থানে মিছিল-সমাবেশের নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নেতাকর্মীরা সংঘর্ষে জড়াচ্ছেন।’
টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আয়োজিত সভায় রোববার দুপুরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে জেলায় জেলায় আন্দোলন করছে দলটি। সম্প্রতি সিরাজগঞ্জের ইসলামিয়া সরকারি কলেজ মাঠে সমাবেশের আয়োজন করে বিএনপি।
এ সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। উভয় পক্ষের নেতাদের দাবি অনুযায়ী, সংঘর্ষে দুই পক্ষের শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। এ ঘটনায় এ পর্যন্ত চার মামলায় আসামি করা হয়েছে অন্তত ১ হাজার ৮০০ জনকে।
সংঘর্ষের সময় কয়েকজনকে পিস্তল উঁচিয়ে গুলি করতে দেখা যায়। তারা কোন পক্ষের, তা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ চলছে দুই দলের।
কৃষিমন্ত্রী বলেন, ‘দলটির সন্ত্রাসী কার্যক্রম রুখতে হবে। এ জন্য সবাইকে সজাগ থাকতে হবে।’
সরকারের নেয়া বিভিন্ন সামাজিক নিরাপত্তামূলক কার্যক্রমের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশের সব শ্রেণির মানুষের পাশে রয়েছে। বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে অসহায় মানুষের জীবনমান উন্নত করছে।’
অনুষ্ঠানে সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম, সংসদ সদস্য ছানোয়ার হোসেনও উপস্থিত ছিলেন।