বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাড়ির সামনে যুবককে কুপিয়ে হত্যা

  •    
  • ২ জানুয়ারি, ২০২২ ১৩:৫৫

পরিদর্শক মোমিনুল বলেন, ‘প্রাথমিক তদন্তে মনে হচ্ছে বন্ধুদের মধ্যে শত্রুতার জেরে এনামুলকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে মো. তুষার নামের একজনকে রোববার ভোরে আটক করেছে পুলিশ।’

ঢাকার সাভারে বাড়ির সামনে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় শনিবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোমিনুল ইসলাম নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, শনিবার রাত ১২টার দিকে ৩০ বছর বয়সী এনামুল মিয়াকে দুর্বৃত্তরা কুপিয়ে জখম করে পালিয়ে যায়। তাকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

পরিদর্শক মোমিনুল বলেন, ‘প্রাথমিক তদন্তে মনে হচ্ছে বন্ধুদের মধ্যে শত্রুতার জেরে এনামুলকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে মো. তুষার নামের একজনকে রোববার ভোরে আটক করেছে পুলিশ।

‘ময়নাতদন্তের জন্য রোববার দুপুরে মরদেহ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

এ বিভাগের আরো খবর