রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদক মামলায় চিত্রনায়িকা পরীমনি আদালতে হাজিরা দিয়েছেন। সেই সঙ্গে এই মামলায় অভিযোগ গঠনের ওপর নতুন তারিখ নির্ধারণ করেছে আদালত।
ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক নজরুল ইসলামের আদালতে রোববার মামলাটির অভিযোগ গঠনের ওপর দিন ধার্য ছিল। এদিন দুপুর সোয়া ১২টার দিকে আদালতে হাজির হন পরীমনি ও মামলার আরও দুই আসামি।
তবে ঢাকা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আয়ুবুর রহমানের মৃত্যুতে তার সম্মানে বিচারিক আদালতের কার্যক্রম বন্ধ থাকায় শুনানি হয়নি। আদালত আগামী ৫ জানুয়ারি তারিখ নির্ধারণ করে দিয়েছে।
পরে পরীমনি ও মামলার অপর দুই আসামি আশরাফুল ইসলাম দিপু ও মো. কবীর হোসেন হাওলাদার আদালত প্রাঙ্গণ ছেড়ে যান।
সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মাহাবুবুল হাসান নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেন।
গত ৪ আগস্ট বিকেলে রাজধানীর বনানীর ১২ নম্বর সড়কে পরীমনির বাসায় অভিযান চালায় র্যাবের একটি দল। বাহিনীটি জানায়, এই অভিনেত্রীর বাসা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
এরপর বনানী থানায় পরীমনিসহ আরও দুজনের বিরুদ্ধে বনানী থানায় মাদক মামলা করে র্যাব। এই মামলায় কয়েক দফায় পরীমনিকে রিমান্ড শেষে ২১ আগস্ট কারাগারে পাঠানো হয়।
৩১ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ জামিন মঞ্জুর করলে কারামুক্ত হন পরীমনি।
গত ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক কাজী গোলাম মোস্তফা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সংশ্লিষ্ট থানার জিআর শাখায় চার্জশিট জমা দেন।
মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়। গত ১৫ নভেম্বর ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ তিন আসামির বিরুদ্ধে চার্জপত্র গ্রহণ করেন।
১৪ ডিসেম্বর অভিযোগ গঠনের ওপর শুনানির তারিখ ধার্য করে মামলাটি বিশেষ জজ আদালত-১০-এ বদলির আদেশ দেন।