বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কক্সবাজারে দুদকের যাত্রা

  •    
  • ২ জানুয়ারি, ২০২২ ১২:৪৭

কমিশনার (তদন্ত) জহুরুল হক জানান, আগে চট্টগ্রাম থেকে এসে মামলা তদন্তের কার্যক্রম পরিচালনা করতে হতো। এ কার্যালয়ের মাধ্যমে সহজে মামলার তদন্ত শেষ করতে পারবে সংস্থাটি।

কক্সবাজারে দুর্নীতি দমন কমিশন (দুদক) অফিসের উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কক্সবাজারে দুদকের কার্যক্রম শুরু হলো।

শহরের সাংস্কৃতিক কেন্দ্রে রোববার বেলা সাড়ে ১১টার দিকে একটি ভবনে অস্থায়ী সম্বনয় কার্যালয়ের উদ্বোধন করেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) জহুরুল হক।

এ কার্যালয়ে দুজন উপসহকারী পরিচালক, একজন সহকারী পরিচালকসহ ১২ জন নিয়োজিত থাকবেন।

কমিশনার (তদন্ত) জহুরুল হক জানান, আগে চট্টগ্রাম থেকে এসে মামলা তদন্তের কার্যক্রম পরিচালনা করতে হতো দুদকের। এ কার্যালয়ের মাধ্যমে সহজে মামলার তদন্ত শেষ করতে পারবে সংস্থাটি।

তিনি বলেন, ‘সম্বনিত কার্যালয়টি একই সঙ্গে বান্দরবানের বিষয়গুলো দেখবে। প্রাথমিকভাবে বান্দরবান ও কক্সবাজার মিলে সম্বনিত জেলা কার্যালয় শুরু হলো। পরে এটিকে কক্সবাজার জেলা কার্যালয়ে রূপান্তর করা হবে।

‘দুর্নীতি দমনে প্রধানমন্ত্রী জিরো টলারেন্সে বিশ্বাসী। ভবিষ্যতে দুর্নীতি শতভাগ দমন না হলেও যেন কমে আসে। পৃথিবীর কোনো দেশ দুর্নীতি মুক্ত নয়। আমরা যেন সহনীয় পর্যায়ে থাকি।’

এ সময় উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক জাকির হোসেন, জেলা প্রশাসক মামুনুর রশীদ, দুদকের চট্টগ্রাম বিভাগীয় মাহমুদ হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রফিকুল ইসলামসহ অনেকে।

এ বিভাগের আরো খবর