বরিশালের বাকেরগঞ্জে থ্রি হুইলারের সঙ্গে পাল্লা দিয়ে চালাতে গিয়ে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের ট্রলি খাদে পড়ে চালক নিহত হয়েছেন।
বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর সড়কে শনিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, তাপবিদ্যুৎ কেন্দ্রের ট্রলিটি নিয়ামতি ইউনিয়নে যাচ্ছিল। রাস্তায় একটি যাত্রীবাহী থ্রি হুইলারের সঙ্গে পাল্লা দিতে গিয়ে দুটি গাড়িই রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে থ্রি হুইলারের যাত্রী ও চালক তেমন আহত না হলেও ট্রলির চালক ২৬ বছর বয়সী রমজান আলী ঘটনাস্থলেই নিহত হন।
ওসি বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’