৭৯ পাউন্ডের কেক কেটে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ৭৯তম জন্মদিন উদযাপন করা হয়েছে তার নিজ জেলা কিশোরগঞ্জে।
শনিবার বিকেলে শহরের পুরাতন স্টেডিয়ামে এই আয়োজন করা হয়।
এ ছাড়াও ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলার সব ইউনিয়ন এবং কিশোরগঞ্জ পৌরসভা কার্যালয়েও উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে উদযাপন করা হয়েছে রাষ্ট্রপতির জন্মদিন।
স্টেডিয়ামে প্রথমে কেক কাটা হয়। এরপর বেলুন উড়ানো ও কোরআন তেলাওয়াত হয়। তারপর শুভেচ্ছা বক্তব্য দেন জেলা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার কামাল।
এ সময় পুরো স্টেডিয়ামে বর্ণিল সাজে জড়ো হন শিশুরা থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। মঞ্চ মাতাতে এসেছিলেন কণ্ঠশিল্পী সালমা, বাউল টুনটুনসহ জেলার অনেক শিল্পী।
শহরের পুরাতন স্টেডিয়ামে ৭৯ পাউন্ডের কেক কাটার আয়োজন করেন জন্মদিন উদযাপন পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান। হাজার হাজার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানে রাষ্ট্রপতির ছেলে রাসেল আহমেদ তুহিন উপস্থিত ছিলেন।
এ সময় কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, জেলা জজ সায়েদুর রহমান, পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম.এ আফজল, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আজিজুল হক প্রমুখ শুভেচ্ছা বক্তব্য দেন।
এ ছাড়া সন্ধ্যায় ২৭৯টি ফানুস উড়ানোর পর চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। আয়োজনে অংশ নেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
১৯৪৪ সালের ১ জানুয়ারি কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার কামালপুর গ্রামে জন্মগ্রহণ করেন মো. আবদুল হামিদ। বর্তমানে দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন তিনি। জাতীয় সংসদের সাতবারের এই সদস্য এর আগে ডেপুটি স্পিকার ও স্পিকারের দায়িত্ব পালন করেন