বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিজিবির কাছ থেকে গরু ছিনতাই

  •    
  • ২ জানুয়ারি, ২০২২ ০০:৩০

হাতীবান্ধা থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, চোরাকারবারিরা শুক্রবার ভোরে ভারত থেকে গরু নিয়ে বাংলাদেশে আসেন। গোপন সংবাদে সেখানে অভিযান চালায় গেন্দুকুড়ি বিজিবি ক্যাম্পের সদস্যরা। পূর্ব বেজগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে জব্দ করা হয় চারটি গরু।  

লালমনিরহাটের হাতীবান্ধায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ওপর হামলা চালিয়ে ৪টি ভারতীয় গরু ছিনিয়ে নিয়েছে চোরাকারবারিরা।

উপজেলার শ্যামের এলাকায় শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। এদিন রাতেই হাতীবান্ধা থানায় লিখিত অভিযোগ দেয় বিজিবি।

হাতীবান্ধা থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, চোরাকারবারিরা শুক্রবার ভোরে ভারত থেকে গরু নিয়ে বাংলাদেশে আসেন। গোপন সংবাদে সেখানে অভিযান চালায় গেন্দুকুড়ি বিজিবি ক্যাম্পের সদস্যরা। পূর্ব বেজগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে জব্দ করা হয় চারটি গরু।

গরুগুলো ক্যাম্পে নেয়ার পথে কেতকিবাড়ি শ্যামের বাজার এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় চোরাকারবারিরা। ছিনিয়ে নেয় গরুগুলো।

এ বিষয়ে গেন্দুকুড়ি বিজিবি ক্যাম্পের সুবেদার লিয়াকত বলেন, ‘গরু ছিনতাইয়ের ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। এতে ৩০-৪০ জনের নাম উল্লেখ করে অর্ধশতাধিককে আসামি করা হয়েছে।’

স্থানীয়রা বলছে, গোতামারী ইউনিয়নের দইখাওয়া এলাকার আফতাব উদ জামান আলিফ ও ইসমেত দোহা সিজানের নেতৃত্বে বিজিবির ওপর হামলা হয়েছে।

অভিযোগ স্বীকার করেছেন আফতাব উদ জামান আলিফ। তিনি বলেন, ‘গরু আনা-নেয়ার জন্য লাইন দেয় বিজিবি। তাহলে তারা গরু আটক করবে কেন? তাই গরুগুলো তাদের কাছ থেকে নিয়ে আসা হয়েছে।’

এ বিভাগের আরো খবর