সাতক্ষীরার তালায় তালা ভেঙে পাঁচটি মসজিদে চুরির ঘটনা ঘটেছে।
শুক্রবার গভীর রাতে উপজেলার খেশরা ইউনিয়নে এ ঘটনা ঘটে।
যেসব মসজিদ থেকে চুরি হয়েছে সেগুলো হলো উত্তর শাহাজাতপুর বায়েজিদ পাড়া জামে মসজিদ, সানা পাড়া জামে মসজিদ, মোড়লপাড়া জামে মসজিদ, জোয়াদ্দার পাড়া জামে মসজিদ ও পাশ্ববর্তী ডুমুরিয়া জামে মসজিদ।
খেশরা ইউনিয়নের শাহাজাতপুর গ্রামের আবু হাসান সরদার জানান, চোরেরা দানবাক্সের টাকা, ব্যটারি, সোলার, ঘড়িসহ বেশকিছু মূল্যবান জিনিস চুরি করে নিয়ে গেছে। বছরের শুরুতে এমন ঘটনায় এলাকাবাসী হতবাক।
বায়েজিদ পাড়া মসজিদের মুয়াজ্জিন মো. হাবিবুর রহমান জানান, এশার নামাজের পর মসজিদ বন্ধ করে সবাই বাড়ি চলে যান। ফজরের আজান দিতে এসে দেখা যায়, মসজিদের গ্রিল কেটে তালা ভেঙে দানবাক্স ও মসজিদের মাইকের ব্যটারি নিয়ে গেছে চোরেরা।
খেশরা পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই গোলাম রসুল ঘটনার সত্যতা নিশ্চিত জানান, খবর পেয়ে পুলিশ পাঁচটি মসজিদ পরিদর্শন করেছে। চোরাই মালামাল উদ্ধারে অভিযান চলছে।