বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কুমার নদের তলদেশে ধস, দেবে যাচ্ছে বাড়িঘর

  •    
  • ১ জানুয়ারি, ২০২২ ২৩:২৫

স্থানীয়রা জানান, গত এক সপ্তাহ ধরে শহরের পশ্চিম খাবাসপুর এলাকার কুমার নদের তীরবর্তী এলাকায় ফাটল দেখা দিচ্ছে। কিছু বাড়ি ৫-১০ ফুট দেবে গেছে। পানি উন্নয়ন বোর্ডকে বিষয়টি জানানো হয়েছে। কিন্তু তারা এখনও কোনো পদক্ষেপ নেয়নি।

ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকার কুমার নদ ঘেঁষা অন্তত ২৩টি বাড়ি দেবে গেছে। ফাটল দেখা দিয়েছে বেশ কিছু বাড়িতে। এই অবস্থায় আতঙ্কে আছেন এলাকাবাসী।

স্থানীয়রা জানান, গত এক সপ্তাহ ধরে শহরের পশ্চিম খাবাসপুর এলাকার কুমার নদীর তীরবর্তী এলাকায় ফাটল দেখা দিচ্ছে। কিছু বাড়ি ৫-১০ ফুট দেবে গেছে। পানি উন্নয়ন বোর্ডকে বিষয়টি জানানো হয়েছে। কিন্তু তারা এখনও কোনো পদক্ষেপ নেয়নি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, খাবাসপুর এলাকার আব্দুর রাজ্জাক, দিপু ফকির, মোশাররফ হোসেন, ননী গোপাল বিশ্বাস, লিয়াকত হোসেন, তপন বিশ্বাসসহ অন্তত ২৩টি পরিবারের বসতবাড়ি দেবে গেছে।

ক্ষতিগ্রস্ত আব্দুর রাজ্জাক বলেন, ‘ফাটলের পাশাপাশি বাড়িগুলো দেবে যাচ্ছে। অনেকে বাড়ি-ঘর সরিয়ে নেয়া শুরু করেছে।’

আরেক ক্ষতিগ্রস্থ দিপু ফকির বলেন, ‘এতগুলো বাড়ি দেবে যাওয়ায় আতঙ্কে আছি। দ্রুত ব্যবস্থা না নিলে ক্ষয়ক্ষতি আরও বাড়বে।’

ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতিম সাহা বলেন, ‘পাড় দেবে যাওয়ার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে গিয়েছি। নদের তলদেশে ধসের কারণে ওই এলাকায় দেবে যাওয়ার ঘটনা ঘটেছে। এটা নিয়ে অতটা ভয়ের কিছু নেই। বিষয়টি ঢাকায় জানানো হয়েছে।’

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেন, ‘নদ খননের ফলে হয়তো এমনটি ঘটতে পারে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে।’

এ বিভাগের আরো খবর