নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের সনমান্দী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সদস্য প্রার্থী দেলোয়ার হোসেনের পক্ষে না থাকায় নয়ন মিয়া নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
উপজেলার সনমান্দী ইউনিয়নের সাজালের কান্দি গ্রাম থেকে শনিবার দুপুরে নয়নের মরদেহ উদ্ধার করে পুলিশ।
৩০ বছর বয়সী নয়ন মিয়া ওই গ্রামের আলম মিয়ার ছেলে।সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান নিউজবাংলাকে জানান, ওই যুবকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তার শরীর রক্তাক্ত এবং বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নয়নের ভাই ওমর ফারুক বলেন, ‘ইউপি নির্বাচনে সদস্য প্রার্থী দেলোয়ার হোসেনের পক্ষে ভোট না করার কারণে তারা কয়েকবার আমার ভাইকে হুমকি-ধমকি দিয়েছে। শুক্রবার তিনি চাল কেনার জন্য বাসা থেকে রওনা দেন, এরপর আর ফেরেননি। সকালে তার লাশ পাওয়া যায়। আমার ভাইয়ের হত্যার বিচার চাই।’
এ ঘটনায় ওমর ফারুক রাতে সোনারগাঁও থানায় হত্যা মামলা করেছেন।ওসি হাফিজুর জানান, নয়নের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তৃতীয় ধাপে ২৮ নভেম্বর সোনারগাঁওয়ের সনমান্দী ইউপি ভোটে দেলোয়ার হোসেন ৪ নম্বর ওয়ার্ডে সদস্য নির্বাচিত হন।