বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাসেবার পরিধি বাড়তে শিগগির যকৃত বা লিভার প্রতিস্থাপনের কাজ শুরু হবে বলে জানিয়েছে উপাচার্য শারফুদ্দিন আহমেদ।
বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে প্রতিষ্ঠানটির সব বিভাগের ডিন ও চেয়ারম্যানদের সঙ্গে এক মতবিনিময় শেষে শনিবার তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
উপাচার্য বলেন, ‘শিগগির লিভার প্রতিস্থাপন কার্ক্রমণ শুরু হবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। ইতোমধ্যে সংশ্লিষ্ট বিভাগে নির্দেশনা দেয়া হয়েছে। এই দ্রুত বাস্তবায়ন হবে। লিভার নষ্ট হয়ে যাওয়া রোগীদের সেবা নিশ্চিত করা সম্ভব হবে।’
তিনি জানান, লিভার প্রতিস্থাপনের পাশাপাশি প্রথমবারের মতো ইনস্টিটিউশনাল প্র্যাকটিস চালু, অটোমেশন কার্যক্রম বাস্তবায়ন, পরীক্ষা জন্য হল তৈরি, একাডেমিক ক্যালেন্ডার তৈরি, সেন্ট্রাল অ্যালামনাই গঠন করা হবে।
রেসিডেন্সি প্রোগ্রাম জোরদার, বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাসেবা, শিক্ষা ও গবেষণা, উন্নয়নমূলক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়েও দিকনির্দেশনা দেন উপাচার্য।
তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে নতুন নতুন ভবন নির্মাণ, পুরোনো ভবনসমূহের উর্ধ্বমুখী সম্প্রসারণ ও সবার জন্য আবাসিক ব্যবস্থা নিশ্চিত করাসহ বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে।’
সবাইকে নতুন বছরের শুভেচ্ছাও জানান উপাচার্য। বলেন, সবাইকে নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালনের মাধ্যমে অবশ্যই রোগীদের মন জয় করতে হবে।’
প্রতিষ্ঠানটির উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ কে এম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ছয়েফ উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, রেজিস্টার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নানসহ সব বিভাগের ডিন ও বিভাগীয় চেয়ারম্যান উপস্থিত ছিলেন।