থার্টিফার্স্ট নাইটে বেড়াতে গিয়ে মুন্সীগঞ্জের শ্রীনগরে মোটরসাইকেল থেকে পড়ে নুরে তারান্নুম মিলা নামে এক তরুণী নিহত হয়েছেন।
শুক্রবার রাত দেড়টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের হাসারা বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে।
মো. ইয়াসিন নামে এক ব্যক্তি বলেন, ‘নুরে তারান্নুম মিলা আমার ভালো বন্ধু। নতুন বছর উপলক্ষে রাতে আমরা দুজন বাইকে বেড়ানোর উদ্দেশে মাওয়ার দিকে যাই। শ্রীনগরের হাসারা বাসস্ট্যান্ড যাওয়ামাত্র বাইক থেকে সে পড়ে যায়।
‘গুরুতর আহত অবস্থায় তাকে রাত সোয়া ২টার দিকে ঢাকা মেডিক্যালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
ইয়াসিন জানান, ১৮ বছর বয়সী মিলা লালবাগের শেখ সাহেব বাজার এলাকার হাবিবুর রহমানের মেয়ে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল্লাহ খান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে নেয়া হয়েছে।