সদ্য নিয়োগ পাওয়া প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী রোববার থেকে বিচারিক কার্যক্রম শুরু করবেন।
নতুন বছরে নতুন প্রধান বিচারপতির বিচারিক কাজ শুরু করতে আপিল বিভাগের এক নম্বর কোর্টে মামলার তালিকা প্রস্তুত করা হয়েছে।
সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখা যায়, আপিল বিভাগের তালিকায় ১২১টি মামলা রাখা হয়েছে।
আরও দুজন বিচারপতিকে নিয়ে হাসান ফয়েজ সিদ্দিকী প্রধান বিচারপতি হিসেবে বিচারিক কার্যক্রম শুরু করবেন। অন্য দুজন হলেন বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি ওবায়দুল হাসান।
প্রধান বিচারপতির বিচারিক কার্যক্রম শুরুর দিনে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান।
নতুন প্রধান বিচারপতিকে সংবর্ধনা জানাবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
শনিবার সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের সই করা এক নোটিশে বলা হয়, নবনিযুক্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে রোববার সকাল সাড়ে ১০টায় সমিতির পক্ষ থেকে স্বাগত অভিবাদন জানানো হবে।
৩০ ডিসেম্বর দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান হাসান ফয়েজ সিদ্দিকী। ৩১ ডিসেম্বর বিকেলে রাষ্ট্রপতি তাকে শপথ পড়ান।
২২তম প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের বিদায়ের পর এখন আপিল বিভাগের বিচারপতি রয়েছেন চারজন। এর মধ্যে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ইমান আলী দীর্ঘ ছুটি নেয়ায় বর্তমানে তিন বিচারপতির সমন্বয়ে আপিল বিভাগের বিচার কার্যক্রম শুরু হবে।