বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রিকশা থেকে পড়ে সাংবাদিকের মৃত্যু

  •    
  • ১ জানুয়ারি, ২০২২ ২০:১৫

শনিবার দুপুরে রিকশা থেকে পড়ে মাথায় আঘাত পান তিনি। অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজধানীর সচিবালয় গেটের সামনে রিকশা থেকে পড়ে আল মাহমুদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

তিনি দৈনিক সরেজমিন বার্তা নামে একটি পত্রিকায় সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন।

শনিবার বেলা পৌনে ১টার দিকে তিনি রিকশা থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত পান বলে প্রত্যক্ষদর্শীরা জানান। তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. গোলাম হোসেন জানান, সচিবালয় ৪ নম্বর গেটের সামনে রিকশা থেকে পড়ে যান অজ্ঞাত ব্যক্তি। রাস্তায় পড়ে তিনি মাথায় আঘাত পান। পরে হাসপাতালে মৃত্যু হয়েছে। তার গলায় ঝোলানো কার্ড থেকে পরিচয় সম্পর্কে ধারণা পাওয়া যায়।

আল মাহমুদ নামের ব্যক্তিটি দৈনিক সরেজমিন বার্তা পত্রিকার স্টাফ রিপোর্টার ছিলেন। তিনি চট্টগ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে বলে জানা গেছে।ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে রাখা হয়েছে।

এ বিভাগের আরো খবর