রাজধানীতে সিএনজিচালিত অটোরিকশা চালান শ্রী সুশান্ত বাড়ৈ। তবে বেশি লাভের আশায় এ কাজের আড়ালে মাদক কারবারিদের হাতে মাদক পৌঁছে দেয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে রমনা মডেল থানার সরকারি অফিসার্স কোয়ার্টার্স গুলফিশান কাহকাশানের সামনে থেকে এই ব্যক্তিকে ইয়াবা ও আইসসহ গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশের তেজগাঁও বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।
এ তথ্য নিশ্চিত করে অভিযানে নেতৃত্ব দেয়া গোয়েন্দা তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার রাজন কুমার সাহা নিউজবাংলাকে বলেন, ‘একজন মাদক ব্যবসায়ী রমনা মডেল থানার সরকারি অফিসার্স কোয়ার্টার্সের সামনে ইয়াবা ও আইসসহ অবস্থান করছে বলে তথ্য পেয়ে অভিযান চালানো হয়। অভিযানে সুশান্তকে ১৩ হাজার পিস ইয়াবা, ২০০ গ্রাম আইসসহ গ্রেপ্তার করা হয়।’
তিনি বলেন, ‘সুশান্ত সিএনজিচালিত অটোরিকশা চালান। এর আড়ালে অধিক মুনাফার আশায় মাদক কারবারিদের মাদক পৌঁছে দেয়ার কাজ করেন তিনি। কক্সবাজার থেকে বিভিন্ন পরিবহনে আসা ইয়াবা ও আইস সংগ্রহ করে মাদক কারবারিদের কাছে পোঁছে দিতেন সুশান্ত।’
সুশান্তের বিরুদ্ধে রমনা মডেল থানায় মামলা হয়েছে বলেও জানান এ গোয়েন্দা কর্মকর্তা।