সদ্য পার হওয়া বছরের শেষ মাস ডিসেম্বরে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৩৮৩টি। এসব দুর্ঘটনায় নিহত হয়েছেন ৪১৮ জন এবং আহত হয়েছেন ৪৯৭ জন। সব মিলিয়ে সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহতের সংখ্যা সবচেয়ে বেশি।
রোড সেফটি ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার এসব তথ্য জানায়। সাতটি জাতীয় দৈনিক, পাঁচটি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেকট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে তারা।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিসেম্বরে দেশে ১৬৭টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৭৮ জন, যা মোট নিহতের ৪২ দশমিক ৫৮ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৪৩ দশমিক ৬০ শতাংশ। সড়কে সব মিলিয়ে নিহতদের মধ্যে নারী ৬৩ জন এবং শিশু ৪৯ জন।
এ ছাড়া তিনটি নৌযানডুবির ঘটনায় ডিসেম্বরে তিনজন নিহত এবং আটজন নিখোঁজ রয়েছেন। এ ছাড়া ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান-১০ লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৪৯ জন নিহত, ৩৪ জন আহত হয়ে চিকিৎসাধীন এবং বেশ কয়েকজন যাত্রী নিখোঁজ রয়েছেন। আর ১৩টি রেলপথ দুর্ঘটনায় ২২ জন নিহত এবং ৯ জন আহত হয়েছেন।
যানবাহনভিত্তিক নিহতের চিত্র
রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় যানবাহনভিত্তিক নিহতের পরিসংখ্যানে দেখা যায়, মোটরসাইকেলচালক ও আরোহী ১৭৮ জন, বাসযাত্রী ১১ জন, ট্রাক-পিকআপ-কাভার্ড ভ্যান-ট্রাক্টর-ট্রলি-লরি যাত্রী ১৮ জন, মাইক্রোবাস-প্রাইভেট কার-অ্যাম্বুলেন্স যাত্রী ১২ জন, থ্রি-হুইলার যাত্রী (ইজিবাইক-সিএনজি-অটোরিকশা-অটোভ্যান-হিউম্যান হলার) ৪৫ জন, স্থানীয়ভাবে তৈরি যানবাহনের যাত্রী (নসিমন-ভটভটি-আলমসাধু-মাহিন্দ্র-লাটাহাম্বা-টমটম) ১৬ জন এবং প্যাডেল রিকশা-রিকশাভ্যান-বাইসাইকেল আরোহী ১১ জন নিহত হয়েছেন।
দুর্ঘটনা সংঘটিত সড়কের ধরন
রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ বলছে, দুর্ঘটনাগুলোর মধ্যে ১৪৯টি জাতীয় মহাসড়কে, ১২৪টি আঞ্চলিক সড়কে, ৬৭টি গ্রামীণ সড়কে, ৩৯টি শহরের সড়কে এবং অন্যান্য স্থানে চারটি হয়েছে।
দুর্ঘটনায় সম্পৃক্ত যানবাহনের সংখ্যা
দুর্ঘটনায় সম্পৃক্ত যানবাহনের সংখ্যা ৬২১টি। এর মধ্যে ট্রাক ১০৭টি, বাস ৭৬টি, কাভার্ড ভ্যান ২৪টি, পিকআপ ২১টি, ট্রলি ১৬টি, লরি ৫টি, ট্রাক্টর ৯টি, ড্রামট্রাক ৬টি, মাইক্রোবাস ১১টি, প্রাইভেট কার ৭টি, অ্যাম্বুলেন্স ৩টি, মোটরসাইকেল ১৭৪টি, থ্রি-হুইলার ৯১টি, স্থানীয়ভাবে তৈরি যানবাহন ৪৮টি এবং প্যাডেল রিকশা-রিকশাভ্যান-বাইসাইকেল-গরুরগাড়ি ১৩টি, অন্যান্য ১০টি।
দুর্ঘটনার বিভাগওয়ারি পরিসংখ্যান
দুর্ঘটনার বিভাগওয়ারি পরিসংখ্যান বলছে, ঢাকা বিভাগে দুর্ঘটনা ২৬ দশমিক ৬৩ শতাংশ, প্রাণহানি ২৭ দশমিক শূন্য ৩ শতাংশ। রাজশাহী বিভাগে দুর্ঘটনা ১৭ দশমিক ৭৫ শতাংশ, প্রাণহানি ১৭ দশমিক ৭০ শতাংশ। চট্টগ্রাম বিভাগে দুর্ঘটনা ১৬ দশমিক ৯৭ শতাংশ, প্রাণহানি ১৬ দশমিক ৯৮ শতাংশ। খুলনা বিভাগে দুর্ঘটনা ১০ দশমিক ৯৬ শতাংশ, প্রাণহানি ৯ দশমিক ৮০ শতাংশ। বরিশাল বিভাগে দুর্ঘটনা ১১ দশমিক ৪৮ শতাংশ, প্রাণহানি ১০ দশমিক শূন্য ৪ শতাংশ।
সিলেট বিভাগে দুর্ঘটনা ৪ দশমিক ১৭ শতাংশ, প্রাণহানি ৪ দশমিক ৫৪ শতাংশ। রংপুর বিভাগে দুর্ঘটনা ৫ দশমিক ৭৪ শতাংশ, প্রাণহানি ৬ দশমিক ২২ শতাংশ। ময়মনসিংহ বিভাগে দুর্ঘটনা ৬ দশমিক ২৬ শতাংশ, প্রাণহানি ৭ দশমিক ৬৫ শতাংশ।
ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। ১০২টি দুর্ঘটনায় নিহত ১১৩ জন। সবচেয়ে কম সিলেট বিভাগে। ১৬টি দুর্ঘটনায় নিহত ১৯ জন। একক জেলা হিসেবে চট্টগ্রাম জেলায় সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। ২৩টি দুর্ঘটনায় ২৮ জন নিহত। সবচেয়ে কম সুনামগঞ্জ জেলায়। তিনটি দুর্ঘটনা ঘটলেও কেউ হতাহত হয়নি। ঢাকায় ১৫টি দুর্ঘটনায় ১৮ জন নিহত হয়েছেন।
দেশে সড়ক দুর্ঘটনার প্রধান কারণ
রোড সেফটি ফাউন্ডেশনের মতে, দেশে সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হচ্ছে, ত্রুটিপূর্ণ যানবাহন; বেপরোয়া গতি; চালকদের বেপরোয়া মানসিকতা, অদক্ষতা ও শারীরিক-মানসিক অসুস্থতা; বেতন ও কর্মঘণ্টা নির্দিষ্ট না থাকা; মহাসড়কে স্বল্পগতির যানবাহন চলাচল; তরুণ ও যুবদের বেপরোয়া মোটরসাইকেল চালানো; জনসাধারণের মধ্যে ট্রাফিক আইন না জানা ও না মানার প্রবণতা; দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা; বিআরটিএর সক্ষমতার ঘাটতি এবং গণপরিবহন খাতে চাঁদাবাজি।
সুপারিশ
দক্ষ চালক তৈরির উদ্যোগ বৃদ্ধি করতে হবে; চালকের বেতন ও কর্মঘণ্টা নির্দিষ্ট করতে হবে; বিআরটিএর সক্ষমতা বৃদ্ধি করতে হবে; পরিবহনের মালিক-শ্রমিক, যাত্রী ও পথচারীদের প্রতি ট্রাফিক আইনের বাধাহীন প্রয়োগ নিশ্চিত করতে হবে; মহাসড়কে স্বল্পগতির যানবাহন চলাচল বন্ধ করে এগুলোর জন্য আলাদা পার্শ্বরাস্তা (সার্ভিস লেন) তৈরি করতে হবে; পর্যায়ক্রমে সব মহাসড়কে রোড ডিভাইডার নির্মাণ করতে হবে; গণপরিবহনে চাঁদাবাজি বন্ধ করতে হবে; রেল ও নৌপথ সংস্কার ও সম্প্রসারণ করে সড়কপথের ওপর চাপ কমাতে হবে; টেকসই পরিবহন কৌশল প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে; ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ বাধাহীনভাবে বাস্তবায়ন করতে হবে।
উল্লেখ্য, গত নভেম্বরে ৩৭৯টি সড়ক দুর্ঘটনায় ৪১৩ জন নিহত হয়েছিলেন। গড়ে প্রতিদিন নিহতের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ। ডিসেম্বরে ৩৮৩টি সড়ক দুর্ঘটনায় ৪১৮ জন নিহতের হিসাবে গড়ে প্রতিদিন নিহতের হার ১৩ দশমিক ৪৮ শতাংশ।