বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

টোল প্লাজায় ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ সদস্যের

  •    
  • ১ জানুয়ারি, ২০২২ ১৮:৫৭

ওসি আবদুস সালাম জানান, পায়রা সেতুর টোল প্লাজায় শওকত ও রফিকুল মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়েছিলেন। এ সময় একটি ট্রাক ওই বাইকটিকে চাপা দিলে তারা আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে শওকতের মৃত্যু হয়।

পটুয়াখালীর পায়রা সেতুর টোল প্লাজায় ট্রাকচাপায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শওকত হোসেন পটুয়াখালী পুলিশ লাইনে কর্মরত ছিলেন।

তার বাড়ি বরিশালের হিজলাতলা গ্রামে। আহত রফিকুল ইসলামের বাড়ি বরিশাল কোতোয়ালি থানার কর্ণকাঠীতে। তারা মামাতো-ফুপাতো ভাই। দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম জানান, পায়রা সেতুর টোল প্লাজায় শওকত ও রফিকুল মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়েছিলেন। এ সময় একটি ট্রাক ওই মোটরসাইকেলটিকে চাপা দিলে তারা আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে (শেবাচিম) নেয়ার পথে শওকতের মৃত্যু হয়।

ওসি আরও জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে।

শওকতের মরদেহ বরিশাল শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এ বিভাগের আরো খবর