পটুয়াখালীর পায়রা সেতুর টোল প্লাজায় ট্রাকচাপায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শওকত হোসেন পটুয়াখালী পুলিশ লাইনে কর্মরত ছিলেন।
তার বাড়ি বরিশালের হিজলাতলা গ্রামে। আহত রফিকুল ইসলামের বাড়ি বরিশাল কোতোয়ালি থানার কর্ণকাঠীতে। তারা মামাতো-ফুপাতো ভাই। দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম জানান, পায়রা সেতুর টোল প্লাজায় শওকত ও রফিকুল মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়েছিলেন। এ সময় একটি ট্রাক ওই মোটরসাইকেলটিকে চাপা দিলে তারা আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে (শেবাচিম) নেয়ার পথে শওকতের মৃত্যু হয়।
ওসি আরও জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে।
শওকতের মরদেহ বরিশাল শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।