বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সীমান্তে বিএসএফের ‘গুলিতে’ যুবক আহত

  •    
  • ১ জানুয়ারি, ২০২২ ১৮:১৭

কুড়িগ্রামে সীমান্তে বিএসএফের গুলিতে এক যুবক আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক যুবক আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

আহত যুবক নারায়ণপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কালারচর গ্রামের আব্দুল রহিমের ছেলে মোতালেব হোসেন।স্বজন ও স্থানীয়রা জানান, শনিবার ভোরে কয়েকজনের সঙ্গে ভারতের মন্ত্রীর চর এলাকায় কাঁটাতারের কাছ যান মোতালেব। এ সময় বিএসএফ সদস্যরা রাবার বুলেট ছুড়লে আহত হন মোতালেব। পরে তার সহযোগীরা তাকে উদ্ধার করে রংপুরে চিকিৎসার জন্য নিয়ে যান।

ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার শাহাদৎ হোসেন বলেন, ‘বিএসএফের ছোড়া রাবার বুলেটে মোতালেব আহত হয়েছেন। চিকিৎসার জন্য তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।’

কুড়িগ্রাম-২২ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল মোত্তাকিম বলেন, ‘বিষয়টি লোকমুখে শুনেছি। এ ব্যাপারে জানতে বিজিবি সদস্যরা মোতালেবের বাড়িতে গেলে তার মা ঘটনা অস্বীকার করেছেন। ঘটনাটি নিয়ে বিএসএফের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।’

এ বিভাগের আরো খবর