বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মেয়র আইভী ব্যর্থ, নগরবাসী পরিবর্তন চায়: তৈমূর

  •    
  • ১ জানুয়ারি, ২০২২ ১৭:৪৯

তৈমূর বলেন, ‘১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটিতে পরিবর্তনের হাওয়া বইবে। ১৮ বছর ধরে মেয়র আইভীর ব্যর্থতার কারণে নগরবাসী এবার ঐক্যবদ্ধ। তারা এখন পরিবর্তন চায়।’

নারায়ণগঞ্জ সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভীর ব্যর্থতার কারণে নগরবাসী এবার পরিবর্তন চায় বলে দাবি করেছেন স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা তৈমূর আলম খন্দকার।

শনিবার দুপুরে বন্দরের রূপালী, আমিন, সোনাকান্দা এলাকায় গণসংযোগ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।তৈমূর বলেন, ‘১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটিতে পরিবর্তনের হাওয়া বইবে। ১৮ বছর ধরে মেয়র আইভীর ব্যর্থতার কারণে নগরবাসী এবার ঐক্যবদ্ধ। তারা এখন পরিবর্তন চায়।

‘সিটি করপোরেশনের সবচেয়ে বড় ব্যর্থতা নারায়ণগঞ্জ শহর ও বন্দর একসঙ্গে করতে না পারা। বন্দর একটি গুরুত্বপূর্ণ এলাকা, অথচ বাসিন্দারা অবহেলিত। আগের মেয়র নারায়ণগঞ্জ-বন্দর যাতায়াতে শীতলক্ষ্যা নদীতে সেতু করতে পারেনি। আমি নির্বাচিত হলে শীতলক্ষ্যা নদীতে ট্যানেল ও সেতু করে দেব।’ নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আইভীকে উদ্দেশ করে তৈমূর বলেন, ‘জনগণের সঙ্গে সরকার পারে না, জনগণ নেমে গেছে। ভোটকেন্দ্র দখল করবেন, এজেন্ট বের করে দেবেন, সেই দিন শীতলক্ষ্যা নদীতে বসে গেছে।’ তিনি বলেন, ‘নারায়ণগঞ্জে কোনো উন্নয়ন দৃশ্যমান হয়নি। মণ্ডলপাড়ায় তিন বছর ধরে খোঁড়াখুঁড়ি চলছে। শুরু করা কোনো কাজই শেষ হচ্ছে না। প্রতি বছরই বাজেট হচ্ছে এবং কাজের আকার বড় হচ্ছে।

‘বর্তমান সিটি করপোরেশন কয়েকজন ঠিকাদারের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এই ঠিকাদার প্রতিষ্ঠান থেকে মানুষ মুক্তি চায়।’ এ নির্বাচনে বিএনপির কোনো সিদ্ধান্ত নেই জানিয়ে তৈমূর বলেন, ‘নির্বাচন থেকে আমাকে বসানোর কথা নদীতে ফালাইয়া দেন। আমি এখন দলের প্রার্থী না, জনগণের প্রার্থী।১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে ভোট।

নির্বাচন কমিশন জানিয়েছে, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে নারায়ণগঞ্জ সিটির নির্বাচন হবে।

২০১৬ সালের ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটির সবশেষ নির্বাচনে মেয়র নির্বাচিত হন সেলিনা হায়াৎ আইভি। বর্তমান সিটি করপোরেশনের জনপ্রতিনিধিদের মেয়াদ ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা রয়েছে।

এ বিভাগের আরো খবর