বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আ.লীগ নেতার অডিও ফাঁস, দাবি সুপার এডিটেড

  •    
  • ১ জানুয়ারি, ২০২২ ১৭:৪১

আওয়ামী লীগ নেতা রওশন বলেন, ‘আমার পুরো বক্তব্য শুনলে বুঝতে পারবেন আমি কী বলেছি, কাকে বলেছি। এখানে কথোপকথনের অংশ বিশেষ নিয়ে অডিও ক্লিপটি ভাইরাল করা হয়েছে।’

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ভাইরাল হওয়া একটি অডিও ক্লিপ নিয়ে শুরু হয়েছে সমালোচনা।

অডিও ক্লিপটি সুপার এডিট করে ভাইরাল করা হয়েছে এমন অভিযোগ তুলে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শনিবার বেলা সাড়ে ১১টার দিকে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছেন।

ওই আওয়ামী লীগ নেতা রওশন আলী মাস্টারের সঙ্গে দেবিদ্বার উপজেলার সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা রুহুল আমিনের ফোনালাপের ক্লিপ তিন থেকে চার দিন আগে ফাঁস হয়।

অডিও ক্লিপে রওশনকে বলতে শোনা যায়, ‘যারা নৌকা করে সব রাজাকারের বাচ্চা। কী করবেন রাজনীতি করে? যে দেশে টাকা দিলে নমিনেশন পাওয়া যায়, যে দেশে টাকা দিলে মন্ত্রিত্ব পাওয়া যায়, যে দেশে টাকা দিলে সব আকাম চলে…।’

এই অডিও ক্লিপ প্রসঙ্গে রওশন নিউজবাংলাকে বলেন, ‘আমার পুরো বক্তব্য শুনলে বুঝতে পারবেন আমি কী বলেছি, কাকে বলেছি। এখানে কথোপকথনের অংশ বিশেষ নিয়ে অডিও ক্লিপটি ভাইরাল করা হয়েছে।’

প্রতিবাদী মানববন্ধনে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বলেন, ‘যারা অডিওটি বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। এটা রাজনৈতিক ষড়যন্ত্র। আমরা তা আইনিভাবে মোকাবিলা করব।’

এ বিষয়ে বিএনপি নেতা রুহুল আমিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নিউজবাংলাকে বলেন, ‘আমি ফোনে কোনো বক্তব্য দেব না।’

স্থানীয় মঞ্জুরুল ইসলাম রানার পোস্টে কমেন্টে করেছেন অনেক ফেসবুক ব্যবহারকারী। তাদের একজন মেহেদী হাসান শুভ। তিনি লেখেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন এ ধরনের নেতাদের দল থেকে বহিষ্কার করেন।

এ বিভাগের আরো খবর