বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রাষ্ট্রপতির ডাকা সংলাপ অর্থহীন: ইসলামী আন্দোলন

  •    
  • ১ জানুয়ারি, ২০২২ ১৭:০৪

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, ‘দেশের বর্তমান প্রেক্ষাপটে নির্বাচন কমিশন গঠন বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির সংলাপ নিয়ে দেশের চিন্তাশীল মহল, রাজনৈতিক বিশ্লেষক এবং সাধারণ জনগণের মাঝে আমরা কোনো আগ্রই দেখতে পাচ্ছি না। বরং জনগণ মনে করছে, রাষ্ট্রপতির সংলাপে ফলপ্রসূ কিছু হবে না।’

নির্বাচনে কমিশন গঠনে রাষ্ট্রপতির ডাকা সংলাপকে অর্থহীন বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম। জানিয়েছেন, এই সংলাপে তার দল অংশ নেবে না।

রাজধানীর পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম।

তিনি বলেন, ‘সরকারের চেয়ে রাষ্ট্র অনেক বড় ধারণা। সরকার দলের হয়, আর রাষ্ট্র হয় সবার। সেই রাষ্ট্রের প্রধান যখন কোনো সংলাপের আমন্ত্রণ জানান, তখন তাতে সাড়া দেয়া নাগরিক দায়িত্ববোধের অংশ হয়ে দাঁড়ায়। এই বোধ থেকেই আমরা ২০১২ ও ২০১৭ সালের সংলাপে অংশ নিয়েছিলাম, কিন্তু তিক্ত সত্য হলো আমরা চরমভাবে হতাশ হয়েছি।’

মুফতি রেজাউল জানান, ২০১২ সালে সংলাপের পর গঠিত নির্বাচন কমিশন ২০১৪ সালে ক্ষমতাসীনদের ইচ্ছার প্রতিফলন ঘটাতে একতরফা নির্বাচন করেছে। যেখানে ১৫৩ জন এমপিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয় দেখানো হয়েছে। আর ২০১৭ সালের সংলাপের পরও গঠিত কমিশন ২০১৮ সালে একটি চরম বিতর্কিত ও অগ্রহণযোগ্য নির্বাচন করেছে। যাকে অনেকেই মধ্যরাতের নির্বাচন বলে আখ্যায়িত করে থাকে।

তিনি বলেন, ‘এই দুই জাতীয় নির্বাচন এতটাই বিতর্কিত ও জালিয়াতিতে পূর্ণ যে তা জাতি হিসেবে আমাদের চরম হতাশ, বিব্রত ও লজ্জিত করেছে।’

রাষ্ট্রপতি গত দুই দফায় কলঙ্কময় নির্বাচনের দায়ে নির্বাচন কমিশনকে কোনো রকম জবাবদিহিতার আওতায় আনেননি বলেও মন্তব্য করেন চরমোনাই পির।

তিনি বলেন, ‘ফলে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপকে আমাদের কাছে অর্থহীন বলে মনে হয়। যে দল তাকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করেছে, তিনি সেই দলীয় স্বার্থের বাইরে যেতে পারেননি।’

‘দেশের বর্তমান প্রেক্ষাপটে নির্বাচন কমিশন গঠন বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির সংলাপ নিয়ে দেশের চিন্তাশীল মহল, রাজনৈতিক বিশ্লেষক এবং সাধারণ জনগণের মাঝে আমরা কোনো আগ্রই দেখতে পাচ্ছি না। বরং জনগণ মনে করছে, রাষ্ট্রপতির সংলাপে ফলপ্রসূ কিছু হবে না।’

রেজাউল করীম বলেন, ‘অতীতের দুটি সংলাপ যেমন জনপ্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। চলমান সংলাপেও এর ব্যতিক্রম কিছু হবে বলে জনগণ মনে করে না। অতএব জনআকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে এমন একটি আবেদনহীন ও তাৎপর্যহীন সংলাপে অংশ নেয়াটা ইসলামী আন্দোলন সঙ্গত মনে করে না। রাষ্ট্রের অভিভাবক হিসেবে ফলপ্রসূ সংলাপের উদ্যোগ নিলে তাতে ইসলামী আন্দোলন অবশ্যই অংশ নেবে।’

নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়ন বর্তমান ইসির সময়ে করা সম্ভব নয় বলে আইনমন্ত্রী যে মন্তব্য করেছেন তারও কড়া সমালোচনা করেছেন চরমোনাই পির। তিনি বলেন, ‘টানা ১৩ বছর ক্ষমতায় থেকে যখন বলেন, ইসি গঠন সংক্রান্ত আইন করার সময় পান নাই, তখন একে মতলবাজি ছাড়া আর কিছু বলা যায় না।’

এ সময় বেশ কিছু দাবি তুলে ধরেন চরমোনাই পির। দাবিগুলোর মধ্যে রয়েছে-

০১. নির্বাচন কমিশন গঠন নিয়ে আইন অবশ্যই করত হবে। তবে সেটি করতে হবে সকল রাজনৈতিক দল ও সমাজের স্টেকহোল্ডারদের সমন্বয়ে সাংবিধানিক কাউন্সিল গঠনের মাধ্যমে।

০২. দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, এ জন্য নির্বাচনের সময় অবশ্যই অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার গঠন করতে হবে।

০৩. বিচারপতি অপসারণের মতো করে নির্বাচন কমিশনের সদস্যদেরও অপসারণের ব্যবস্থা থাকতে হবে।

০৪. নির্বাচনকালীন জনপ্রশাসন, আইন, স্বরাষ্ট্র ও তথ্য মন্ত্রণালয়কে নির্বাচন কমিশনের হাতে ন্যস্ত করতে হবে।

০৫. নির্বাচন কমিশনের বাজেট, সচিবালয় ও পরিচালনা নির্বাহী বিভাগ থেকে সম্পূর্ণ স্বাধীন করে দিতে হবে।

০৬. নির্বাচনের সময় সহিংসতার প্রতিটি অপরাধের বিচার নিশ্চিত করার দায়িত্ব ইসিকে নিতে হবে।

০৭. নির্বাচনের সময় স্থানীয় কর্মকর্তাদের দলীয় লেজুড়বৃত্তির অভিযোগ এলে তাদের চিহ্নিত করে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দিতে হবে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য খন্দকার গোলাম মাওলা, অধ্যাপক আশরাফ আলী আকন, মাওলানা গাজী আতাউর রহমান, মুহাম্মদ আমিনুল ইসলাম, ইঞ্জিনিয়ার আশরাফুল আলমসহ আরও অনেকে।

নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ ডেকেছেন রাষ্ট্রপতি। তার আহ্বান সাড়া দিয়ে এরই মধ্যে বঙ্গবভবনে গিয়ে রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করেছে জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রতিনিধিরা।

এর অংশ হিসেবে আগামী ৪ জানুয়ারি ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে রাষ্ট্রপতির সংলাপের তারিখ নির্ধারণ করা আছে।

এ বিভাগের আরো খবর