বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সরকারি দলের প্রার্থী হলেও সুবিধা নিই না: আইভী

  •    
  • ১ জানুয়ারি, ২০২২ ১৬:৩৬

আইভী বলেন, ‘প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা তৈমূর আলম খন্দকার মিথ্যা অভিযোগ করছেন। গতবারের মতো এবারের নির্বাচনেও প্রশাসনের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। আমি সরকারি দলের প্রার্থী হলেও কোনো সুযোগ-সুবিধা নিই না। সর্বপরি মাঠে থাকি। জনগণের সঙ্গেই আমার যোগাযোগ বলে প্রশাসনের সুবিধার প্রয়োজন হয় না।’

নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে সরকারি দলের প্রার্থী হলেও কোনো সুযোগ-সুবিধা নিই না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী।

শনিবার সকালে সিদ্ধিরগঞ্জের মিজিমিঝি, সানারপারসহ পাড়া-মহল্লায় গণসংযোগের সময় আইভী এ মন্তব্য করেন।

সাংবাদিকদের কাছে আইভী বলেন, ‘প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা তৈমূর আলম খন্দকার মিথ্যা অভিযোগ করছেন। গতবারের মতো এবারের নির্বাচনেও প্রশাসনের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। আমি সরকারি দলের প্রার্থী হলেও কোনো সুযোগ-সুবিধা নিই না। সর্বপরি মাঠে থাকি। জনগণের সঙ্গেই আমার যোগাযোগ বলে প্রশাসনের সুবিধার প্রয়োজন হয় না।

‘উনি (তৈমূর) বর্তমান নির্বাচনে সবচেয়ে বেশি সুবিধা পাচ্ছেন। তিনি মসজিদে গিয়ে প্রচরাণা চালাচ্ছেন, তাকে তো কেউ কিছু বলেনি। আশা করি ভোটগ্রহণের দিন যত এগিয়ে আসবে, অভিযোগও কমে আসবে।’ আইভী বলেন, ‘উনি (তৈমূর) না জেনে কারও শেখানো বুলিটাই বলছেন, তার অভিযোগগুলো অবান্তর। যদি উন্নয়ন না-ই হতো, তাহলে এখন তিনি যে রাস্তা দিয়ে প্রচারণা করছেন সেগুলো কীভাবে হলো। সেগুলো তো সিটি করপোরেশনের করা।’ এ সময় তিনি আরও বলেন, ‘তার যদি ই-টেন্ডার সম্পর্কে অভিজ্ঞতা থাকত তাহলে এমন মন্তব্য করতে পারতেন না। কারণ ই-টেন্ডারের মাধ্যমে সব প্রকল্পের কাজ সম্পন্ন করা হয়। ই-টেন্ডারে নিজস্ব ঠিকাদার বলতে কিছু নেই এবং এর মাধ্যমে সারা দেশ থেকে যে কেউ অংশ নিতে পারেন। সব কাজ স্বচ্ছভাবে সম্পন্ন হয়।’

সাংবাদিকদের উদ্দেশে আইভী বলেন, ‘আমি প্রতিদ্বন্দ্বীদের উদ্দেশে কথা বলতে চাই। বারবার তার (শামীম ওসমান) প্রসঙ্গে কথা বলে তাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে চাই না।’ নতুন ভোটার প্রসঙ্গে আইভী বলেন, ‘নতুন প্রজন্মের জন্য প্রতিটি এলাকায় খেলার মাঠ ও পার্ক করার চেষ্টা করেছি। যদিও জায়গার স্বল্পতা রয়েছে। আগামীতে জায়গা অ্যাকয়ার করে খেলার মাঠ ও পার্ক গড়ে তোলার চিন্তা করেছি। নতুন প্রজন্ম দেখেছে, আমি স্বচ্ছ রাজনীতি করি, কখনই মিথ্যার আশ্রয় নিই না। এ কারণে তারা আমার পাশে থাকবে।’

এ বিভাগের আরো খবর