বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

৪৩ বছর বয়সে এসএসসি পাস

  •    
  • ১ জানুয়ারি, ২০২২ ১৬:১৬

রবির ভাই রফিকুল ইসলাম নিউজবাংলাকে বলেন, রবি ১৯৯২ সালে রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে অন্যান্য সব বিষয়ে লেটার পেলেও গণিতে ২৮ নম্বর পেয়ে অকৃতকার্য হন। পরীক্ষায় ফেল আসার কারণে রাগে পরে আর পরীক্ষায় অংশ নেয়নি।

সিরাজগঞ্জের কামারখন্দে ৪৩ বছর বয়সী এক জনপ্রতিনিধি এবার এসএসসি পরীক্ষায় পাস করেছেন।

আলোচিত এ জনপ্রতিনিধির নাম রবিউল আওয়াল রবি। তার বাড়ি জেলার কামারখন্দ উপজেলার নান্দিনামধু গ্রামে।

২৯ বছর পর ২০২১ সালে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ ৪.৬৮ পেয়ে উত্তীর্ণ হয়েছেন রবি।

২৬ ডিসেম্বর অনুষ্ঠিত চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে জামতৈল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী ছিলেন রবি। তিনি একটানা তিনবার ইউপি সদস্য ছিলেন।

চতুর্থ ধাপের নির্বাচনে অংশ নিলেও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কাছে অল্প কয়েক ভোটে হেরে যান রবি।

সাত ভাই-বোনের মধ্যে রবি সবার ছোট। তার দুই ভাই সরকারি চাকরি করেন,অন্য এক ভাই কৃষিকাজ ও আরেক ভাই স্থানীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

রবির ভাই রফিকুল ইসলাম নিউজবাংলাকে বলেন, ‘রবি ১৯৯২ সালে রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে অন্যান্য সব বিষয়ে লেটার পেলেও গণিতে ২৮ নম্বর পেয়ে অকৃতকার্য হন। পরীক্ষায় ফেল আসার কারণে রাগে আর পরে পরীক্ষায় অংশগ্রহণ করেননি।

‘পরে আবার ৪১ বছর বয়সে এসে নতুন করে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে শহীদুল বুলবুল কারিগরি স্কুল অ্যান্ড কলেজে নবম শ্রেণিতে ভর্তি হয়ে ৪৩ বছর বয়সে এসে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ২০২১ সালে পাস করেন।’

এ বিষয়ে নিউজবাংলাকে রবি জানান, ভোটে হার-জিত রয়েছে। তবে পরীক্ষায় পাসের কারণে তার কষ্ট খানিকটা লাঘব হয়েছে। বিগত সময়ে যেমন তিনি মানুষের পাশে ছিলেন। এখনও তেমনি থাকবেন। আর বয়স হলেও পড়াশোনাটা তিনি চালিয়ে যেতে চান।

এ বিভাগের আরো খবর