বরিশালে আনন্দঘন পরিবেশে বই বিতরণ শুরু হয়েছে। নতুন বই পেয়ে দারুণ খুশি শিক্ষার্থীরা। আনন্দের রেশ ছড়িয়েছে অভিভাবক ও শিক্ষকদের মধ্যে।
বরিশাল সদরের মুকুল স্মৃতি স্কুল মাঠে বেলা সাড়ে ১১ টায় বই বিতরণের উদ্বোধন করেন জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার।
এ সময় তিনি বলেন, ‘বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই উপহার দেয়া বর্তমান সরকারের সবচেয়ে বড় সফলতা। করোনার জন্য বই উৎসব করতে না পারলেও আজ থেকে পর্যায়ক্রমে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হবে।’
এর আগে নব আদর্শ স্কুলে বই বিতরণ করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল লতিফ মজুমদার।
এ বছর বরিশাল জেলায় প্রাথমিকে সাড়ে ১৪ লাখ বইয়ের চাহিদা থাকলেও বই এসেছে ১৩ লাখ। মাধ্যমিকে ৪৩ লাখ চাহিদার বিপরীতে এখন পর্যন্ত বই এসেছে ২৫ লাখ।
আগামী কয়েকদিনের মধ্যে সব বই পাওয়া যাবে বলে জানান শিক্ষা কর্মকর্তারা।