ঠাকুরগাঁওয়ের সদরে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
উপজেলার আকচা ইউনিয়নের আকচা মুন্সিপাড়া গ্রামে নিজ ঘর থেকে শনিবার সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
৩২ বছর বয়সী ওই নারীর নাম সোনালী আক্তার। তিনি আকচা মুন্সিপাড়া গ্রামের হাজিমুল আলীর স্ত্রী।
স্বামী হাজিমুল বলেন, ‘সকালে ঘরের কাজ করেছে সোনালী। আমি সকাল ৭টার মধ্যে ব্যবসার কাজে সবজির আড়তে চলে যাই। প্রতিদিনের মতো আজকেও আমাকে হাসিমুখেই বিদায় দেয় আমার স্ত্রী। পরে মোবাইলে জানতে পারি তার আত্মহত্যার খবর।’
তিনি আরও বলেন, ‘পর পর তিনটি ছেলেসন্তান হয়েছে আমাদের। সোনালী খুব করে একটি কন্যাসন্তান চেয়েছিল। গত চার মাস আগে জন্মগত হৃদরোগ ও ডায়াবেটিস নিয়ে আমার তৃতীয় ছেলের জন্ম হয়।
‘সেই থেকে আমার স্ত্রী মানসিকভাবে খুব ভেঙে পড়ে। প্রতিদিন রাতে কান্নাকাটি করত। আমি অনেক বোঝাতাম। ভরসা রাখতে বলতাম।’
স্থানীয় জাহাঙ্গীর আলম বলেন, ‘সোনালীর স্বামী কাজে চলে যাওয়ার পর অনেকক্ষণ দরজা বন্ধ থাকে। অনেক ডাকাডাকিতেও কোনো সাড়া না পেয়ে পরিবারের লোকজন আমাদের খবর দেয়। ঢুকে দেখি ঘরের আড়ার সঙ্গে তার লাশ ঝুলছে। পরে স্থানীয় জনপ্রতিনিধিদের খবর দেই।’
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।’