রাজধানীর পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন দলের আমীর মুফতি সৈয়দ রেজাউল করীম।
নির্বাচন কমিশনের জন্য ‘সার্চ কমিটি’গঠনে রাষ্ট্রপতির সংলাপকে অর্থহীন উল্লেখ করে তাতে না যাওয়ার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
রাজধানীর পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন দলের আমীর মুফতি সৈয়দ রেজাউল করীম।
৪ জানুয়ারি তাদেরকে সংলাপের জন্য ঢেকেছেন রাষ্ট্রপতি।
এর আগে বিরোধী দল বিএনপি রাষ্ট্রপতির সংলাপে অংশ না নেয়ার ইঙ্গিত দিয়েছে।
এরইমধ্যে সংলাপে জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, তরিকত ফেডারেশনসহ বেশ কয়েকটি দল অংশ নিয়েছে। তারা একটি সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন গঠনের ওপর আলোচনা করে রাষ্ট্রপতিকে বিভিন্ন প্রস্তাবও দিয়েছেন।