চুয়াডাঙ্গায় ওজু শেষে ভেজা হাতে চার্জার লাইট চার্জে দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক নারীর মৃত্যু হয়েছে।
সদর উপজেলার নেহালপুর গ্রামে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
৪০ বছর বয়সী মৃত আলেয়া খাতুনের বাড়ি নেহালপুরের দক্ষিণপাড়ায়।
তার স্বামী ফরজ আলী নিউজবাংলাকে জানান, এশার নামাজ পড়ার জন্য তার স্ত্রী ওজু করে ঘরে আসেন। নামাজ শুরুর আগে চার্জার লাইট চার্জে দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জরুরি বিভাগের চিকিৎসক মাহবুবে খোদা জানান, হাসপাতালে নেয়ার আগেই আলেয়ার মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল কবীর বলেন, ‘এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।’