ঢাকার সাভারে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থীর নির্বাচনি অফিসে ককটেল বিস্ফোরণ ও আগুন দেয়ার অভিযোগ উঠেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সাভারের আমিনবাজার ইউনিয়নের সরকার বাড়ি এলাকায় শুক্রবার রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
আগামী ৫ জানুয়ারি ইউপি নির্বাচনের পঞ্চম ধাপে আমিনবাজার ইউনিয়নের নৌকার প্রার্থী রাকিব আহমেদ।
রাকিব নিউজবাংলাকে বলেন, ‘রাতে আমার নির্বাচনি অফিসে ককটেল বিস্ফোরণ করা হয়েছে। দুর্বৃত্তরা আগুন দিয়েছে। মূলত বিএনপি থেকে যারা স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিয়েছেন, তারাই এমনটি ঘটিয়েছেন।
‘আমাকে প্রতিহত করতে আতঙ্ক ছড়ানো হচ্ছে। তবে আমি এখনও কোনো অভিযোগ করিনি।’
আমিনবাজার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সবুর খান বলেন, ‘রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। সরকার বাড়িতে নৌকার একটা অফিসে আগুন দিয়েছে। একটি ককটেল বিস্ফোরিত হয়েছে।
‘নির্বাচনি অফিস তো। তাই অফিসে তেমন কিছু ছিল না। যে কাপড় দিয়ে অফিস ঘেরা ছিল সেটা পুড়েছে। কিছু পোস্টার পুড়ে গেছে। এই ঘটনার একজন প্রত্যক্ষদর্শী আছে। তিনি একজনকে দেখেছেন। আমরা তদন্ত করছি।’