ঝিনাইদহের শৈলকুপায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে প্রাণ গেছে এক বৃদ্ধের।
শৈলকুপার সারুটিয়া ইউনিয়নের কাতলাগাড়ী বাজারে শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন ৬৫ বছরের হারান বিশ্বাস।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করেছেন।
পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে এই ইউনিয়নের চেয়ারম্যান হতে লড়ছেন নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুন এবং স্বতন্ত্র প্রার্থী জুলফিকার কাইছার টিপু।
কাতলাগাড়ী বাজারের এক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে জানান, শুক্রবার বিকেলে সেখানে মাহমুদুলের এক সমর্থকের সঙ্গে জুলফিকারের এক সমর্থকের বাগ্বিতণ্ডা হয়। স্থানীয় পুলিশ ক্যাম্পের সদস্যরা তা মিটমাটও করে দেন।
তবে সন্ধ্যায় এর জেরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। দুই পক্ষেরই অন্তত আটজন আহত হন।
ওসি জানান, সংঘর্ষে আহত কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে হারান বিশ্বাসকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এলাকাবাসী জানায়, হারান নৌকা প্রার্থীর সমর্থক ছিলেন।
এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে বলেও জানান ওসি।