দেশে গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২ দশমিক ৭৪ শতাংশ, যা ৮৪ দিনের মধ্যে সর্বোচ্চ। এর আগে ৮ অক্টোবর শনাক্তের হার এর চেয়ে বেশি ছিল। সেদিন করোনা শনাক্তের হার ছিল ২ দশমিক ৭৭।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে শুক্রবার বিকেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, দেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। তারা হচ্ছেন ঢাকা ও খুলনার বাসিন্দা। তবে মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি ছয় বিভাগে। এ সময়ে দেশজুড়ে সংক্রমণ ধরা পড়েছে ৫১২ জনের শরীরে।
দেশে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৮৫ হাজার ৫৩৯ জনের শরীরে। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৮ হাজার ৭২ জনের।
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হওয়ার পর দেশে এক দিনে নতুন রোগীর সংখ্যা ৫০০ ওপরেই রয়েছে।