স্কুলশিক্ষার্থীদের করোনাভাইরাস প্রতিরোধী টিকাদান নিয়ে পরিকল্পনার কথা জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
সংস্থাটি জানিয়েছে, নতুন বছরের মার্চের মধ্যে পুরোদমে পাঠদান কার্যক্রম চালু করতে ১২ থেকে ১৮ বছর বয়সী সব স্কুলশিক্ষার্থীকে ১৫ জানুয়ারির মধ্যে টিকার আওতায় আনতে চায় সরকার।
মাউশির মহাপরিচালক ড. সৈয়দ গোলাম ফারুকের সই করা বৃহস্পতিবারের অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
ওই দিন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক আজিজুর রহমানের সভাপতিত্বে জরুরি বৈঠক হয়। বৈঠকে টিকার পরিকল্পনা নেয়া হয়।
সে অনুযায়ী, জন্মনিবন্ধন তথ্যের ভিত্তিতে ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করিয়ে ১৫ জানুয়ারির মধ্যে টিকার আওতায় আনা হবে।
যেসব শিক্ষার্থীর জন্মনিবন্ধন নেই এবং যাদের ১৬ ডিজিটের জন্মনিবন্ধন নম্বর নেই, তাদের ৬ জানুয়ারির মধ্যে নিবন্ধন সম্পন্ন করার বিষয়টি সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে নিশ্চিত করতে হবে।
টিকা নিতে সক্ষম সব শিক্ষার্থীর প্রতিষ্ঠানভিত্তিক তালিকা ৭ জানুয়ারির মধ্যে সিভিল সার্জন অফিসে পাঠানোর বিষয়টি জেলা শিক্ষা অফিসার ও উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসাররা নিশ্চিত করবেন।
টিকাদানের জন্য নির্ধারিত দিনে শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত হওয়া এবং টিকাপ্রাপ্তি নিশ্চিতের বিষয়টি ৮ থেকে ১৫ জানুয়ারির মধ্যে প্রতিষ্ঠানপ্রধানরা নিশ্চিত করবেন।