নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের ব্রহ্মপুত্র নদ থেকে রাজিব মিয়া নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।
উপজেলার কাইকারটেক এলাকায় থেকে শুক্রবার দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।
৩৫ বছর বয়সী রাজিব বন্দর উপজেলার লক্ষ্যারচর এলাকার বাসিন্দা। তিনি অটোরিকশার চালক ছিলেন।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
রাজিবের স্বজনরা জানান, ২৭ ডিসেম্বর রাতে অটো চালাতে গিয়ে নিখোঁজ হন রাজিব। পরদিন বন্দর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন রাজিবের বাবা মফিজুল ইসলাম। দুপুরে ব্রহ্মপুত্র নদে মরদেহ পাওয়ার খবর পেয়ে তারা ছুটে যান। সেখানে গিয়ে দেখেন দেহটি রাজিবের।
পরিবারের দাবি, রাজিবকে হত্যা করা হয়েছে।
ওসি হাফিজুর জানান, শুক্রবার সকালে কাইকারটেক এলাকায় স্থানীয়রা গলাকাটা মরদেহ দেখে পুলিশে খবর দেন। নৌ পুলিশ গিয়ে মরদেহ নদী থেকে তুললে স্বজনরা দেহটি রাজিবের বলে শনাক্ত করেন।
মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।