হবিগঞ্জ শহরের আধুনিক হাসপাতালের মেডিক্যাল টেকনোলজিস্ট (ল্যাব টেকনিশিয়ান) সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যায় ঘটনায় মামলা হয়েছে।
হবিগঞ্জ সদর মডেল থানায় বৃহস্পতিবার রাত ১১টায় মামলাটি করেন নিহত সাইফুল ইসলামের বোন লুৎফুন্নেছা শেফু।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী।
তিনি বলেন, ‘অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলাটি করেছেন নিহত সাইফুলের বোন লুৎফুন্নেছা শেফু।
‘হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও আসামিদের গ্রেপ্তার করতে পুলিশ, পিবিআই, সিআইডিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম মাঠে কাজ করছে। দ্রুত তাদের গ্রেপ্তার করা হবে।’
মঙ্গলবার দুপুরে শহরের টাউন হল রোড এলাকায় সাইফুল ইসলামকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত সাইফুলের বাড়ি মাধবপুর উপজেলার মনতলা গ্রামে।
ঘটনার দিন সদর আধুনিক হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মমিন উদ্দিন জানিয়েছিলেন, মঙ্গলবার বিকেলে শহরের টাউন হল রোড এলাকা থেকে রিকশায় করে হাসপাতালে যাচ্ছিলেন সাইফুল। সে সময় একদল লোক রিকশার পথরোধ করে তাকে কুপিয়ে পালিয়ে যায়।
তিনি আরও জানান, স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে আসে। সেখান থেকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে সাইফুল মারা যান।
সাইফুল হত্যায় জড়িতরা ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না হলে সিলেট বিভাগে স্বাস্থ্যসেবা বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন স্বাস্থ্যকর্মীরা।
৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও গ্রেপ্তার হয়নি কেউ। এ বিষয়ে শুক্রবার আরএমও মমিন উদ্দিন নিউজবাংলাকে বলেন, ‘আলটিমেটামের ৪৮ ঘণ্টা শেষ হয়েছে। আমরা আলোচনায় বসব, পরবর্তী কী কর্মসূচি নেয়া হবে তা আলোচনা করে সিদ্ধান্ত নেব।’