নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আগামী নির্বাচনে সরকারি দলের নেতারা আচরণবিধি লঙ্ঘন করছেন বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার।
সিদ্ধিরগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডের আদমজী আইলপাড়া এলাকায় শুক্রবার নির্বাচনি প্রচারণা ও গণসংযোগ করার সময় তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
এ সময় তৈমূর বলেন, ‘সরকারি দলের নেতারা আচরণবিধি লঙ্ঘন করছেন। আমরা অভিযোগ করার পরও নির্বাচন কমিশন কোনো অ্যাকশন নেয় না।’
‘তৈমূর আলম খন্দকারকে মাঠে নামতে দেয়া হবে না’ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইয়ের এমন মন্তব্যের জবাবে তিনি বলেন, ‘তার এমন কথায় আমি কিছু মনে করি নাই। কারণ তিনি মেহমান হিসেবে সেখানে গেছেন। আমার পাশে জনগণ আছে। গত ৫০ বছরে আমার দ্বারা কোনো মানুষ প্রতারিত হয়নি, ক্ষতিগ্রস্ত হয়নি।’
তৈমূর আরও বলেন, ‘আমি বিজয়ী হলে সিটি করপোরেশন হবে গণমুখী। অহেতুক কেউ এখানে হয়রানির শিকার হবে না। ট্যাক্স কমিয়ে আনা হবে। জনগণে কাছে করপোরেশন যাবে। করপোরেশনের কাছে জনগণকে আসতে হবে না।’
সিটির স্বাস্থ্য খাতের নানা অসংগতির কথা উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, ‘গত তিন বছর ধরে বিভিন্ন উন্নয়নকাজ চলছে কিন্তু শেষ আর হয় না। স্বাস্থ্য খাত স্বয়ংসম্পূর্ণ হয় না। প্রতিটি এলাকায় মাতৃসদন কেন্দ্র, প্রাথমিক চিকিৎসা কেন্দ্র ও কমিউনিটি সেন্টার দরকার কিন্তু এসবের কিছুই নেই এখানে।’
তৈমূর বলেন, ‘আমি নির্বাচিত হলে নারায়ণগঞ্জের নাগরিক সমস্যার সমাধান করব। স্থানীয়দের চাকরির ব্যবস্থা করব। পানিসহ সব ধরনের সুবিধা বাড়ানো হবে।’