কাশিয়াডাঙা থানার ওসি এস এম মাসুদ পারভেজ বলেন, ‘রাত ১০টার দিকে কমিউনিটি সেন্টারের পাশে ড্রেন থেকে এক শিশুর মাথা কুকুরকে টানাটানি করতে দেখেন স্থানীয় নিরাপত্তা প্রহরীরা। পরে তারা আমাদের জানালে উদ্ধার করে থানায় নিয়ে আসি।’
রাজশাহী নগরীর কাশিয়াডাঙা এলাকার একটি কমিউনিটি সেন্টারের পাশে ড্রেন থেকে এক নবজাতকের ছিন্ন মাথা উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে দুই কুকুর নবজাতকের মাথা টানাটানি করছিল দেখতে পেয়ে পুলিশকে খবর দেন নিরাপত্তা প্রহরীরা। পরে তা উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী নগরীর কাশিয়াডাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ।
তিনি বলেন, ‘রাত ১০টার দিকে কমিউনিটি সেন্টারের পাশে ড্রেন থেকে এক শিশুর মাথা কুকুরকে টানাটানি করতে দেখেন স্থানীয় নিরাপত্তা প্রহরীরা। পরে তারা আমাদের জানালে উদ্ধার করে থানায় নিয়ে আসি।’
ওসি বলেন, ‘এখন নবজাতকের ডিএনএ টেস্ট করা হবে। ঘটনার বিস্তারিত তদন্ত করা হবে।