সাফিয়া সিলভী এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। তার এ সাফল্য পরিবারে আনন্দের বদলে এনেছে কান্না। কারণ পরীক্ষা শেষের চার দিন পরই মারা গেছে সাফিয়া।
বেদনাদায়ক ঘটনাটি রাজশাহীর বাগমারা উপজেলার। সেখানে আচিনঘাট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয় সাফিয়া।
স্বজনরা জানান, শুধু এসএসসি নয়, শিক্ষা জীবনের সব ধাপেই সাফিয়া অর্জন করেছে ভালো ফল। পিএসসি ও জেএসসি পরীক্ষাতেও জিপিএ-৫ পেয়েছে সে।
সাফিয়াদের বাড়ি বাগমারা উপজেলার তাহেরপুর গ্রামে। বাবা শফিকুল ইসলাম ব্যবসায়ী। মা মরিয়ম খাতুন স্থানীয় আলিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। দুই ভাইবোনের মধ্যে সাফিয়া বড়।
সাফিয়ার মামা জাকিরুল ইসলাম জানান, সাফিয়ার অ্যাপেন্ডিসাইটিস ধরা পড়ে ১১ নভেম্বর। দুদিন পরই তার পরীক্ষা শুরু হয়। চিকিৎসক পরামর্শ দিলেও তখন অপারেশন করা হয়নি।
২২ নভেম্বর পরীক্ষা শেষ হওয়ার পরদিন তাকে ভর্তি করা হয় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে।
শারীরিক জটিলতা বাড়তে থাকায় ২৬ নভেম্বর রাতে তার অপারেশন করা হয়। তবে বাঁচানো যায়নি তাকে। এ দিন রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।
বৃহস্পতিবার পরীক্ষার ফল বের হলে মেধাবী এ শিক্ষার্থীর পরিবারে নামে কান্নার রোল। বাবা-মাসহ স্বজনরা পরীক্ষার ফল জেনে হয়ে পড়েন আরও বিষাদগ্রস্ত।
সাফিয়ার বাবা শফিকুল ইসলাম বলেন, ‘মেয়েকে নিয়ে অনেক স্বপ্ন ছিল। অসুস্থ অবস্থায় পরীক্ষা দিয়েও ভালো ফল করেছে। মেয়েটা অসময়ে চলে গেল।’