আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ঢাকার সাভারের একটি ইউপিতে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর নির্বাচনি প্রচারণার অস্থায়ী কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার রাতে সাভারের আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের কলতাসূতি গ্রামে এ ঘটনা ঘটে। তবে কে বা কারা অগ্নিসংযোগ করেছে সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি।
নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আজহারুল ইসলাম সুরুজ বলেন, ‘আমি ছিলাম টেঙ্গুরি এলাকার একটা মিটিংয়ে। প্রায় শেষের পথে আমাকে খবর দেয়া হইছে; আমার অফিসে আগুন দিছে। ওখান থেকে ছুইটা আইসা দেখলাম চেয়ার আর বড় একটা ব্যানার পুড়াই দিছে। চেয়ার ভাঙছে, কাপড় দিয়া বানানো একটা নৌকা ছিলো ওটা নিয়া গেছে।
‘দুইবার বিপুল ভোটে আমি নৌকার চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। এবারও আমার অবস্থান খুবই ভালো। দলচ্যুত বিদ্রোহী প্রার্থীসহ বিএনপির যারা আছে তারা হিংসা, ক্ষোভ ও জিদ থেকে এই কাজ করেছে।’
ঘটনাস্থল পরিদর্শনকারী আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বলেন, ‘মোবাইল ফোনে এখানে একটা নির্বাচন অফিসে আগুন লাগার খবর পেয়েছি। দ্রুত এসে আমি দেখলাম, চেয়ার পুড়ে গেছে, কিছু ব্যানার পুড়েছে।
‘আশপাশের লোকজন ও দোকানদার এসে আগুন নিভিয়েছে। তবে তারা কাউকে চিনতে পারেনি। কারা করেছে এখনও কারো জানা নেই। তবে তদন্ত করে আমরা আসল ঘটনা বের করব।’