পছন্দের প্রার্থীকে জেতাতে কতকিছুই না করেন সমর্থকরা। কেউ প্রতীকের ট্যাটু আঁকান শরীরে, অনেকে আবার শ্লোগানে শ্লোগানে মাতিয়ে রাখেন গোটা নির্বাচনি এলাকা।
এমন এক পাঁড় সমর্থকের দেখা মিলেছে নীলফামারী জেলার ডোমার উপজেলায়। তার নাম সত্যেন্দ্র নাথ রায়, বাড়ি জোড়াবাড়ি ইউনিয়নের হলহলিয়া গ্রামে।
এই ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র হয়ে চেয়ারম্যান পদে লড়া ফিরোজ পারভেজের ভক্ত তিনি। মোটরসাইকেল প্রতীক পাওয়া ফিরোজকে দাদা সম্বোধন করেন সত্যেন্দ্র।
সত্যেন্দ্র বলেন, ‘আমি দাদাকে পছন্দ করি। তার পক্ষে প্রচার চালাচ্ছি। এমন কিছু করতে চাইছিলাম, যেন ভোটাররা আকৃষ্ট হয়। সেই ভাবনা থেকে মাথার চুলে মোটরসাইকেল আঁকিয়েছি।’
পেশায় নির্মাণ শ্রমিক সত্যেন্দ্রের এ ডিজাইন করাতে খরচ হয়েছে ৮২৫ টাকা। প্রতীক বরাদ্দদের পর থেকে তিনি কাজে যাচ্ছেন না। দিনরাত যুক্ত প্রচারে।
স্থানীয় বাসিন্দা মোজাফফর আলী বলেন, ‘সত্যেন্দ্র ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। এতে ভালোই সাড়া মিলছে। সে যেখানে যায়, সেখানেই ভিড় লেগে যায়।’
চেয়ারম্যান প্রার্থী ফিরোজ পারভেজ বলেন, ‘আমার পক্ষে নানা মানুষ প্রচার চালাচ্ছেন। সত্যেন্দ্র তাদের একজন। তার ভালোবাসায় আমি সিক্ত।’
উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রহিম বলেন, ‘ভালোবাসা থেকে এমন বহিঃপ্রকাশ করতেই পারে। এতে নির্বাচনি বিধির লঙ্ঘন হয় না। হয়তো চেয়ারম্যান প্রার্থীর প্রতি অতি আবেগে ওই সমর্থক এমন করেছেন।’
ডোমার উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নে ভোট পাঁচ জানুয়ারি। ২০ হাজার ৮৮৫ জন ভোটার এদিন ৬ প্রার্থী থেকে একজনকে চেয়ারম্যান পদে বেছে নেবেন।