দলীয় নির্দেশ অমান্য করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় আরও ১৩ নেতাকে বহিষ্কার করেছে সিলেট আওয়ামী লীগ। ওই নেতারা কানাইঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী হয়েছেন।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এই তথ্য জানানো হয়েছে। সিলেট গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে তাদের বহিস্কারের তথ্য জানানো হয়।
পঞ্চম ধাপে আগামী ৫ জানুয়ারি এসব ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান জানান, যারাই দলের নির্দেশনা অমান্য করবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
এর আগে গত ২৫ ডিসেম্বর বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হওয়ায় জকিগঞ্জ উপজেলার ৪ নেতাকে বহিষ্কার করে জেলা আওয়ামী লীগ।